পোর্ট এলিজাবেথ টেস্টে ডেভিড ওয়ার্নারের সাথে ঝামেলায় জড়িয়েছিলেন কাগিসো রাবাদা। পরে স্মিথের সঙ্গে সংঘর্ষের অপরাধে ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই টেস্ট নিষিদ্ধ হয়েছিলেন। এর বিরুদ্ধে অবশ্য আপিলও করেছিলেন এ ডানহাতি পেসার। ফলও পেয়েছেন। আইসিসি’র নিয়মানুসারে আপিল কমিশনার এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন রাবাদাকে। তাইতো কেপটাউন টেস্ট খেলতে বাঁধা নেই তার।
সোমবার এক ভিডিও কনফারেন্সে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে রাবাদার শুনানি হয়। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার আইনজীবী দালি এমপফু নিষেধাজ্ঞা থেকে রাবাদাকে করেন মুক্ত।
স্মিথের সঙ্গে সংঘর্ষের কারণে দ্বিতীয় মাত্রার অপরাধ ধরে ম্যাচ রেফারি জেফ ক্রো রাবাদাকে ৩টি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করেছিলেন। আগে থেকেই নামের পাশে ৫ ডিমেরিট পয়েন্ট থাকায় মোট ৮ ডিমেরিট পয়েন্ট নিয়ে আইসিসি’র নিয়মানুযায়ী দুই টেস্টের জন্য নিষিদ্ধ হন তিনি। তাতে ৪ ম্যাচের সিরিজ শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত সমায়ের মধ্যেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে সতীর্থদের সঙ্গে মাঠে ফিরছেন রাবাদা।
কেপটাউন টেস্টের আগে রাবাদাকে ফিরে পেয়ে আনন্দিত ফাঁফ ডুপ্লেসি-এবি ডি ভিলিয়ার্সরা।
Discussion about this post