জয়ের নায়ক হতে পারতেন তিনি। নিদহাস ট্রফির ফাইনালে ১৯তম ওভারের আগ পর্যন্ত তিনি ছিলেন সফরে বাংলাদেশের সেরা বোলার। তখন ভারতের শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ৩৪ রান। ১৯তম ওভারে সাকিব বল তুলে দেন তার রুবেলের হাতে। প্রথম তিন ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট পাওয়া রুবেল প্রথম বল হাতে নিতেই শুরু হয় দিনেশ কার্তিক ঝড়!
রোববার কলম্বোতে রুবেলের করা সে ওভারে দিনেশ নেন ২২ রান। দুটি করে চার-ছয় হাঁকিয়েছেন ভারত উইকেটরক্ষক। তারই হাত ধরে ম্যাচ জিতে ভারত।
সেই ওভারের পর নিজেকে কিছুতেই স্বান্তনা দিতে পারছেন না রুবেল। তিনি তার ফেসবুক পেইজে লিখেছেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি আমার কারণে বাংলাদেশ দল জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।’
আবার হতাশ সৌম্য সরকার। শেষ ওভারে যখন ১২ রান প্রয়োজন ছিল প্রতিপক্ষের শেষ বলের আগ পর্যন্ত এক উইকেট নিয়ে ও ৭ রান দিয়ে ভালমতই দলকে ম্যাচে রাখেন তিনি। শেষ বলে জিততে হলে ভারতের দরকার ৫ রান।
তখনই ছক্কা মারেন দিনেশ। এরপর কান্নায় ভেঙ্গে পড়েন সৌম্য। ক্ষমা চাইলেন তিনিও। ফেসবুকে লিখেন, ‘সবার কাছে ক্ষমা চাইছি। এবং সমর্থনের জন্যও সবাইকে ধন্যবাদ। আমরা আবারও ফিরবো।’
অবশ্য অধিনায়ক সাকিব আল হাসান পাশে আছেন রুবেল-সৌম্য সরকারের। কারণ এসব কিছু খেলারই অংশ।
Discussion about this post