তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়েছে অনেক আগেই। তারপরও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বেশ কয়েক বছর ধরেই লড়ে যাচ্ছেন। কিন্তু এবার পেশাদারি ক্রিকেটকে গুডবাই বললেন কেভিন পিটারসেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। লাহোরে এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি দলটি। এ অবস্থায় পাকিস্তানে যাচ্ছেন না তিনি। তার আগেই ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণাটাও দিলেন সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান।
টুইটারে পিটারসেন লিখেছেন, ‘বুটস আপ, থ্যাঙ্ক ইউ’, যার অর্থ বুট তুলে রাখার সময় হয়েছে। ২০১৪ সালে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েন পিটারসেন। তারপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে টি-টুয়েন্টি ক্রিকেট খেলেছেন তিনি। বিদায়রের আগে বলেন, ‘আমি ৩০ হাজার রান করেছি, ১৫২টা হাফসেঞ্চুরি ও ৬৮টি সেঞ্চুরি করেছি। এবার সামনের দিকে তাকাতে হবে।’
ইংল্যান্ড ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক পিটারসেন। কিন্তু বেফাঁস কথা বলায় জাতীয় দলের হয়ে তার বিদায়টা ভাল হয়নি। এবার অনেকটা নীরবেই গুডবাই বললেন। তবে কমেন্ট্রি বক্সে দেখা যেতে পারে মারকুটে এই সদ্য সাবেক ক্রিকেটারটিকে।
Discussion about this post