ইতিহাস জানাচ্ছে বাংলাদেশের ফাইনাল ভাগ্য মোটেও ভাল নয়। এবার কি হয়, সেটা সময়ই বলে দেবে। প্রথমবারের মতো ট্রফি জেতার মিশনে রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদহাস ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি হবে টাইগাররা।
এর আগে ২০০৯ সালে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে গিয়েও হেরে যায় বাংলাদেশ। ২০১২ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে হারে। এরপর ২০১৬ টি-টুয়েন্টি এশিয়া কাপের ফাইনালে হারে টাইগাররা। আর গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আরেকটি হার মানে লাল-সবুজের প্রতিনিধিরা।
এমন তিক্ত অভিজ্ঞতা নিয়ে রোববার সন্ধ্যায় নিদহাস ট্রফির ফাইনালে প্রতিপক্ষ ভারত। এ ম্যাচে নেমে আসতে পারে বৃষ্টি। শ্রীলঙ্কার আবহাওয়া জানায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচ যদিও সন্ধ্যায় (৭.৩০ মিনিটে) শুরু, তাই ভারী বৃষ্টি বা সন্ধ্যা পর্যন্ত স্থায়ী না হলে সময়মতই শুরু হবে।
তবে বৃষ্টিতে যদি ফাইনাল ম্যাচ না হলে কি হবে সেই প্রশ্ন উঠতেই পারে। আগেই জানা গেছে নিদহাস ট্রফিতে কোনো রিজার্ভ ডে নেই। বৃষ্টিতে ভেসে গেলে কিংবা ম্যাচ টাই হলে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করবে আয়োজকরা।
Discussion about this post