ঠান্ডা মাথার এক ক্রিকেটার তিনি। আরো একবার ঠিকই একইভাবে ম্যাচের সফল ইতি টানলেন। তার হাত ধরে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ পেল ২ উইকেটে নাটকীয় জয়। টাইগাররা উঠে গেল নিদহাস ট্রফির ফাইনালে যেখানে ১৮ মার্চ দলটির প্রতিপক্ষ ভারত।
ম্যাচ জেতানো ইনিংসের পর মাহমুদউল্লাহ রিয়াদের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। দৃশ্যটা কল্পনা করুন। শেষ ওভারে জিততে টাইগারদের চাই ১২ রান। স্ট্রাইকে মুস্তাফিজুর রহমান। প্রথম দুই বলে একটি উইকেট হারিয়ে কোনো রান নেই। এরপরই স্ট্রাইকে গেলেন মাহমুদউল্লাহ। তার আগে অবশ্য নো বল ইস্যুতে উত্তাল হল মাঠ। টাইগারদের একটা ন্যায্য নো বল দেননি অাম্পায়ার।
এ অবস্থায় শেষ ৪ বলে জিততে চাই ১২ রান। তখন ২ নেন রিয়াদ। পরের বলে বাউন্ডারি। শেষ ২ বলে ৬। এমন এক ম্যাচ এক বল হাতে রেখেই বাংলাদেশকে জিতিয়ে দিয়েছে দারুন এক ছক্কায়।
মাত্র ১৮ বলে হার না মানা ৪৩ রান। এই ইনিংসে ৩টি চারের পাশে ২টি ছক্কার মার! স্ট্রাইকরেট, ২৩৮.৮৮। মাহমুদউল্লাহ ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে জানিয়ে দিলেন এটি তার ক্যারিয়ারের সেরা ইনিংসের একটি।
Discussion about this post