সমীকরণটা একেবারে সহজ- জিতো না হলে বিদায় নাও। বাংলাদেশ দল শুক্রবার অলিখিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার। নিদাহাস ট্রফির রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচটাতে জয়ের বিকল্প নেই। হারলেই দল ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। জিতলে সোজা ফাইনাল। ঠিক ‘ডু অর ডাই’ ম্যাচ।
এমন সমীকরণের ম্যাচটি শুরু হবে সন্ধ্যায় সাড়ে সাতটায়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি দেখাবে চ্যানেল নাইন।
অবশ্য একদিন আগেই ফাইনালের টিকিট পেতে পারতো টাইগাররা। ভারতকে ১৭৬ রানে আটকে দিয়েছিল। কিন্তু তারপর তামিম ইকবাল, সাব্বির রহমান ও মুশফিকুর রহীম ছাড়াও প্রত্যাশা পূরণ করতে না পারায় ১৭ রানে হার মানতে হয় দলকে।
তবে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে অনুপ্রেরণা হয়ে থাকবে নিজেদের দ্বিতীয় ম্যাচে রেকর্ড ২১৪ রান তাড়া করে জয়ের স্মৃতি। যেখানে স্বাগতিকদের বিপক্ষে এসেছিল ৫ উইকেটের জয়। এই রাজাপাকসে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেই ধারা বজায় রাখতে চায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।
মুশফিক আছেন দুর্দান্ত ফর্মে। দলের টানা দুই ম্যাচেই পেয়েছেন ঝড়ো হাফসেঞ্চুরি। এ অবস্থায় দলে হঠাৎ যোগ দিলেন সাকিব আল হাসান। এরইমধ্যে টিম হোটেল চলে গেছেন এই অলরাউন্ডার। শুক্রবারের ম্যাচে তার খেলা অনেকটাই নিশ্চিত। এ অবস্থায় কোচ কোর্টর্নি ওয়ালশ বললেন, ‘আমাদের আসলে খুব বেশি কিছু করার নেই। ও দারুণ একজন ক্রিকেটার। আমি প্রস্তুতি নিচ্ছি সাকিব খেলবে ধরে নিয়েই। সাকিব খেললে অবশ্যই বাংলাদেশের জন্য সুবিধা। কারণ তারা ভিন্ন কম্বিনেশন নিয়ে খেলতে পারবে। একজন বাড়তি ব্যাটসম্যান বা বোলার খেলাতে পারবে।’
বাংলাদেশ দল একটু চিন্তিত নিজেদের বোলিং আক্রমণ নিয়ে। গত দুই ম্যাচে বোলাররা শুরুটা ভালো করলেও শেষটা করেছে হতাশায়। মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘বোলিংয়ে শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু শেষদিকে কিছুটা বেশি রান দিয়ে ফেলেছি। ১০টা রানও যদি কম দিতাম, ভালো হতো।’
লঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলে আসতে পারে একটি থেকে দুটি পরিবর্তন। বাদ পড়তে পারেন মেহেদি হাসান ও সৌম্য সরকার। তাদের জায়গা নিতে পারেন সাকিব আল হাসান আর আরিফুল হক।
Discussion about this post