হঠাৎ করেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি দলে জায়গা পেয়ে গেলেন সাকিব আল হাসান। নিদহাস ট্রফির ফাইনালে খেলতে ১৬ মার্চের ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ। এখানে যারাই জিতবে উঠে যাবে ফাইনালে। লঙ্কানদের বিপক্ষে শুক্রবার সেই ম্যাচটি দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কায় যাচ্ছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই অলাউন্ডারকে দলে নেওয়ার কথা জানিয়েছে।
২৭ জানুয়ারি ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। তারপর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজটা খেলা হয়নি। এমনকী নিদাহাস ট্রফির শুরুতে দলে নেয়া যায়নি তাকে। এরপরই বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে থাইল্যান্ডে যান তিনি। সবশেষে অস্ট্রেলিয়ায়ও ডাক্তার দেখিয়ে এসেছেন।
সেখান থেকে মিলেছে সুখবর। কোন অস্ত্রোপচারের প্রয়োজন নেই। এবার বিসিবির চিকিৎসকরাও সবুজ সঙ্কেত দেয়াতে দলের সঙ্গে যোগ দিতে গেলেন সাকিব। সবকিছু ঠিক থাকলে খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে শুক্রবার শেষ ম্যাচে মাঠে দেখা যাবে তাকে।
Discussion about this post