নিদহাস ট্রফিতে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। শুক্রবার প্রাথমিক পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে লড়বে টাইগাররা। যা এখন অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াইয়ে জয়ী দল উঠবে ফাইনালে।
প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার ২০ ওভার ব্যাট করে ৮৯ রান করেন রোহিত শর্মা। ভারত ২০ ওভারে করে ১৭৬ রান। জবাব দিতে নেমে বাংলাদেশ ২০ ওভারে তুলে ১৫৯ রান। মুশফিকের ব্যাটে ৫৫ বলে অপরাজিত ৭২ রান।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৭৬/৩ (রোহিত ৮৯, ধাওয়ান ৩৫, রায়না ৪৭, কার্তিক ২*; আবু হায়দার ০/৪৩, নাজমুল অপু ০/২৭, রুবেল ২/২৭, মুস্তাফিজ ০/৩৮, মিরাজ ০/৩১, মাহমুদউল্লাহ ০/৯)
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৯/৬ (তামিম ২৭, লিটন ৫, সৌম্য ১, মুশফিক ৭২*, মাহমুদউল্লাহ ১১, সাব্বির ২৭, মিরাজ ৭, আবু হায়দার ০*; সিরাজ ১/৫০, সুন্দর ৩/২২, শার্দুল ১/৩৭, যুজবেন্দ্র ১/২১, শঙ্কর ০/২৮)
ফল: ভারত ১৭ রানে জয়ী
ম্যাচসেরা: রোহিত শর্মা
Discussion about this post