ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচের স্মৃতি ফিরে এসেছে আবারো। সেই ২০১৬ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে একটুর জন্য হার মেনে নিতে হয়েছিল। ম্যাচের শেষ ওভারে ৩ বলে এক পর্যায়ে ২ রান করলেই জয়, এমন সহজ সমীকরণের সামনে দাঁড়িয়েও দল হার মানে। ১ রানে দুঃখজনক সেই পরাজয়ের অবশ্য এখন আর নেই। সেই স্মৃতিটা আর মনে করতে চাইছেন না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে নিদহাস ট্রফিতে মাঠে নামার আগে জানিয়ে রাখলেন, অতীত নিয়ে ভাবনার সময় নেই।
ম্যাচের আগের দিন বুধবার কলম্বোতে তিনি বললেন ‘দেখুন, বেঙ্গালুরুর ম্যাচ বেঙ্গালুরুতেই শেষ। ক্রিকেটে দুর্ঘটনা হতেই পারে। এটা নিয়ে বসে থাকলে চলবে না। তবে ওখান থেকে শেখাটা জরুরি। শিখতে পারলে কাজে দেবে।’
দল অবশ্য ব্যাটিং অর্ডার নিয়েই এখন ভাবনায় আছে। বিশেষ করে ব্যাটিংয়ের তিন নম্বর জায়গাটি কেমন হবে তা নিয়ে চলছে সমীকরণ। সাব্বির রহমানের সাম্প্রতিক ফর্ম নিয়ে আক্ষেপ তো আছে। এই ব্যাটসম্যান তিন ফরম্যাট মিলিয়ে সর্বশেষ হাফসেঞ্চুরি পেয়েছেন গত বছরের সেপ্টেম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। তারপর ১৭ ইনিংসে শুধু ব্যর্থতাই সঙ্গী হয়েছে। এ অবস্থায় সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া রিয়াদ জানালেন ‘দলের ব্যাপারে আমরা অনেক দিন ধরেই সিদ্ধান্ত নিতে পারছি না। সাব্বির এর আগে ভালো করছিল। কিন্তু সম্প্রতি সে ভালো করতে পারছে না। অবশ্য যেকোনো ব্যাটসম্যানেরই এমন সময় যায়। আমরা তাকে সমর্থন দিচ্ছি।’
নিদহাস ট্রফিতে ভারত তাদের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রামে রেখেছ। খেলছেন না মহেন্দ্র সিং ধোনির মতো তারকাও। এ অবস্থায় নিদহাস ট্রফির প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে দল হেরেছে ৫ উইকেটে। বাংলাদেশের বিপক্ষে নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে চাইবে তারা। তারওপর টাইগারদের বিপক্ষে খেলা ৫ টি-টুয়েন্টি ম্যাচেই জয়ের রেকর্ড আছে তাদের। সেটা নিশ্চয়ই সাহস যোগাবে।
তবে তামিম-মুশফিকদেরও সুযোগ থাকছে। কিছুটা খর্ব শক্তির ভারতকে হারানোর এইতো সুযোগ। প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই লড়াই।
Discussion about this post