কে বলবে তিনি ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে? বয়স ৩৪ ছাড়িয়ে গেলেও বল হাতে যাদু থেমে নেই। বরং আগের চেয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছেন তিনি। তারই পথ ধরে মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগে মাশরাফি বিন মুর্তজা গড়লেন অবিশ্বাস্য এ কীর্তি। অগ্রণী ব্যাংকের বিপক্ষে টানা ৪ বলে তুলে নিলেন ৪ উইকেট। ‘ডাবল হ্যাটট্রিক’! লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এমন রেকর্ড গড়লেন ম্যাশ।
ম্যাচে আগুণঝরা বোলিং উপহার দিয়ে ৯.৫ ওভারে ৪৪ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে চতুর্থবারের মতো দেখা মিলল ৫ উইকেটের।
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে হ্যাটট্রিক আছে ৫ জনের-শাহাদাত হোসেন, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, তাইজুল ইসলাম আর তাসকিন আহমেদ। লিস্ট ‘এ’ ক্রিকেটে হ্যাটট্রিক ৮টি। তবে লিস্ট ‘এ’-তে টানা চার বলে উইকেট এবারই প্রথম।
সব মিলিয়ে মাশরাফির আগে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে ৪ বলে চার উইকেট নেন ৬ ক্রিকেটার। ১৯৭০ সালে ডার্বিশায়ায়ের হয়ে সাসেক্সের বিপক্ষে নেন ফাস্ট বোলার অ্যালান ওয়ার্ড। ১৯৯৬ সালে ওয়ারউইকশায়ারের হয়ে দক্ষিণ আফ্রিকার শন পোলক, ১৯৯৯ সালে নটিংহ্যামশায়ারের হয়ে ওয়েস্ট ইন্ডিজের ভ্যাসবার্ট ড্রেকস, ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, ২০১০ সালে গ্লস্টারশায়ারের হয়ে ডেভিড পেইন আর ২০১৩ সালে এসেক্সের হয়ে গ্রাহাম নেপিয়ার এই কীর্তি গড়েছেন।
মঙ্গলবার ফতুল্লায় শেষ ওভারে জয়ের জন্য অগ্রনী ব্যাংকের জিততে প্রয়োজন ছিল ১৩ রান। হাতে উইকেট চারটি। প্রথম বলে আব্দুর রাজ্জাক তুলেন ১ রান। এরপরের চার বলেই চার উইকেট তুলে নেন মাশরাফি। ধীমান ঘোষ তারপর রাজ্জাক। শফিউল ইসলামকে ফিরিয়ে মাশরাফি প্রথমবার করেন হ্যাটট্রিক। তারপর ওভারের ফজলে রাব্বিকে বিদায় করে নিজেকে তুলে নেন ইর্ষনীয় উচ্চতায়।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী: ৫০ ওভারে ২৯০/৬ (এনামুল ২৩, সাইফ ২৪, শান্ত ১৩৩*, নাসির ২৫, মোসাদ্দেক ১৯, মিঠুন ৪৬, মাশরাফি ১; আল আমিন ২/৫৫, শফিউল ১/৪২, রাব্বি ০/৩৫, সালমান ২/৪০, রাজ্জাক ১/৭৮, রাজা ০/৩১)
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৯.৫ ওভারে ২৭৯ (শাহরিয়ার ১২১, আজমির ২১, সায়মন ৬, রাজা ৬২, ধীমান ৪৬, সালমান ০, জাভেদ ২, রাজ্জাক ১২, শফিউল ০, রাব্বি ০, আল আমিন ০*; মাশরাফি ৬/৪৪, মনন ১/৪২, আরিফুল ২/৫৭, সানজামুল ১/৪১, নাসির ০/৫২, মোসাদ্দেক ০/৩৪, সাকলাইন ০/৯)
ফল: আবাহনী ১১ রানে জয়ী
ম্যাচসেরা: নাজমুল হোসেন শান্ত
Discussion about this post