আসল লড়াই শুরুর আগে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেয়ার বেশ ভাল অনুসঙ্গ পেল বাংলাদেশ ক্রিকেট দল। নিদাহাস ট্রফিতে মাঠে নামার আগে প্রস্তুতিটা ভালোই হল বাংলাদেশের। মঙ্গলবার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশকে মাহমুদউল্লাহ রিয়াদের দল হারিয়েছে ৪১ রানে।
মঙ্গলবার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে ২০ ওভারে বাংলাদেশ তুলে ১৮৬ রান। ক্রিকেট শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ গুটিয়ে যায় ১৪৫ রানে।
তামিম ইকবাল বিশ্রামে থাকায় দলে সুযোগ পেয়েই ১৮ বলে ৪০ রান করেন লিটন। ইনিংসের একমাত্র হাফসেঞ্চুরিটি আসে মুশফিকের ব্যাটে। করেন ৪৪ বলে ৬৫ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ ২৭ বলে তুলে নেন ৪৩ ।
একইভাবে বল হাতে সাফল্য পেলেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। ৩ ওভারে ১৬ রানে ২ উইকেট নেন তাসকিন। ১৯ রানে দুটি রুবেল।
প্রস্তুতি ম্যাচে লঙ্কার দলটিও ছিল বেশ শক্তিশালী। শ্রীলঙ্কার মূল স্কোয়াডে থাকা ধনঞ্জয়া ডি সিলভা অধিনায়ক। দলে ছিলেন নিরোশান ডিকভেলা, সাদিরা সামারাবিক্রমা, লাকশান সান্দাকান, জেফ্রি ভ্যান্ডারসে, অ্যাঞ্জেলো পেরেরা, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারার মতো শ্রীলঙ্কার জাতীয় দলে খেলা ক্রিকেটাররা।
তাদের বিপক্ষে এমন জয় নিশ্চিত করেই মনোবলটা বাড়িয়ে নেবে। এ অবস্থায় ৮ মার্চ নিদহাস ট্রফির প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টি-টুয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৮৬/৫ (লিটন ৪০, সৌম্য ০, সাব্বির ১, মুশফিক ৬৫, মাহমুদউল্লাহ ৪৩, আরিফুল ১৫*, নুরুল ১২*; ফার্নান্দো ২/২২, ড্যানিয়েলস ১/১৪, কুমারা ১/৫০, ভ্যান্ডারসে ০/৩৯, থিকশিলা ১/১০, সান্দাকান ০/৫০)
শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ: ১৯ ওভারে ১৪৫/১০ (ডিকভেলা ২৭, মুনাবিরা ১০, সামারাবিক্রমা ৪, ধনঞ্জয়া ১৪, পেরেরা ২২, মিলান্থা ১৯, থিকশিলা ৪, ড্যানিয়েলস ১০*, বান্দারা ৭, ভ্যান্ডারসে ১, সান্দাকান ১৩; আবু জায়েদ ২-০-২৮-০, আবু হায়দার ৪-০-৩৫-১, রুবেল ৩-০-১৯-২, তাসকিন ৩-০-১৬-২, সৌম্য ২-০-১৭-১, নাজমুল অপু ১-০-৩-১, আরিফুল ১-০-৮-০, মিরাজ ২-০-১০-১, মাহমুদউল্লাহ ১-০-৮-০)।
ফল: বাংলাদেশ ৪১ রানে জয়ী
Discussion about this post