নিদহাস ট্রফি শ্রীলঙ্কানদের জন্য আবেগের এক নাম। কেননা, এই টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে আছে তাদের দেশপ্রেম। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার স্বাদ পাওয়ার আনন্দ উদযাপনের টুর্নামেন্ট যেন এটি। ১৯৪৮ সালের ৪ ফেব্রুয়ারী ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায় শ্রীলঙ্কা। দেশটির স্বাধীনতার ৭০ বছর পূর্তিতে হচ্ছে ক্রিকেট আসর। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) আয়োজনে মঙ্গলবার শুরু হচ্ছে ত্রিদেশীয় নিদাহাস ট্রফি। প্রথমদিনই মুখোমুখি হচ্ছে দুই ফেভারিট শ্রীলঙ্কা ও ভারত। সন্ধ্যা সাড়ে সাতটায় কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে এ লড়াই।
বাংলাদেশের জন্য মাঠের লড়াই শুরু ৮ মার্চ। টাইগাররা ২০ ওভারের ম্যাচে ভারতের সঙ্গে লড়বে। ১০ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদদের ম্যাচ। ডাবল লিগের এ টুর্নামেন্টে গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ফাইনালে মুখোমুখি হবে ১৮ মার্চ।
ইনজুরির মিছিলে এই টুর্নামেন্টে বাংলাদেশ দলে নেই অধিনায়ক সাকিব আল হাসান। একই অবস্থা স্বাগতিক শ্রীলঙ্কারও। নিয়মিত অধিনায়ন অ্যাঞ্জেলো ম্যাথুসকেও ইনজুরি নিয়ে মাঠের বাইরে। তার পরিবর্তে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন দিনেশ চান্দিমাল। বাংলাদেশের নেতৃত্বে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আবার ভারতেও নেই তাদের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তাকে বিশ্রাম দিয়ে নেতৃত্বে রাখা হয়েছে রোহিত শর্মাকে।
Discussion about this post