শুরু হয়ে গেল নতুন আরেক মিশন। তারই অংশ হিসেবে রোববার দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে কলম্বোর উদ্দেশে ঢাকা ছেড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তান সুপার লিগ খেলে ঢাকা ফিরে বিশ্রামের সুযোগ পাননি অধিনায়ক রিয়াদ। সেখান থেকে ঢাকায় পৌঁছে ছুটলেন জাতীয় দলের হয়ে মিশনে।
শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে নিদাহাস ট্রফি। স্বাগতিকরা ছাড়াও এই টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারত লড়বে। টি-টুয়েন্টি এই আসরে ভারত রোহিত শর্মার নেতৃত্বে খেলতে যাচ্ছে।
যেখানে দলে নেই বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির মতো সিনিয়র ক্রিকেটাররা।
এদিকে ১৬ সদস্যের বাংলাদেশ দলের মধ্য শনিবার কলম্বোয় গেলেন ১৩জন। মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল এবং সাব্বির রহমান দুবাই থেকে যাবেন কলম্বোতে।
৬ মার্চ উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দু’দিন পর বাংলাদেশ লড়বে ভারতের সঙ্গে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতি দল দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল ১৮ মার্চ। টুর্নামেন্টের একমাত্র ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
নিদাহাস ট্রফির বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, আরিফুল হক, আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন।
Discussion about this post