ঠিক ফেভারিটদের মতোই খেলছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এরই পথ ধরে হ্যাটট্রিক জয়ের সামনে সাবেক চ্যাম্পিয়নরা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রোববার সকাল ৯টায় নবাগত শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে নামছে লিজেন্ডসরা।
এবার দারুণ ছন্দে আছেন রূপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলাম। তার সঙ্গে ওপেনার আব্দুল মজিদ ও মিডেল অর্ডার ব্যাটসম্যান তুষার ইমরানের ব্যাট কথা বলছে। এই ম্যাচে অবশ্য মুশফিকুর রহিমকে পাচ্ছে না তারা। কেননা জাতীয় দলের জার্সিতে এ উইকেট-রক্ষক ব্যাটসম্যান দুপুরে যাবেন শ্রীলঙ্কায়।
তবে বল হাতে রূপগঞ্জকে দারুণ সাফল্য এনে দিচ্ছেন দুই পেসার মোহাম্মদ শরীফ ও মোহাম্মদ শহীদ। গত ম্যাচই গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শরীফ হ্যাটট্রিকসহ মাত্র ৩৩ রানে নেন ৬ উইকেট। এদিকে দলটির স্পিনারও রয়েছেন দারুণ ছন্দে। সব দিক মিলিয়ে রোববার শাইনপুকের বিপক্ষে স্পষ্ট ফেবারিট নাঈম ইসলামের দল।
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রূপগঞ্জ। অন্যদিকে সমান ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে অবস্থান শাইন পুকুরের। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী লিমিটেড।
Discussion about this post