আঙ্গুলের ইনজুরিতে মাঠের বাইরে থাকা সাকিব আল পেয়ে গেলেন একটি সুখবর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এক কোটি ৪ লাখ টাকায় তাকে কিনে নিয়েছে বারবাডোজ ট্রাইডেন্টস। টুর্নামেন্টের নিলাম শেষে জানা গেছে এমনটাই। এদিকে মাহমুদউল্লাহ রিয়াদকে ৭০ হাজার ডলারে দলে টেনেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
২০১৩ সালে সিপিএল অভিষেকে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন সাকিব। সেবার এক ম্যাচে ৬ রানে এ বাঁহাতি স্পিনার নিয়েছিলেন ৬ উইকেট।
বার্বাডোজ ট্রাইডেন্টসে সাকিব সঙ্গী হিসেবে পেয়েছে, হাশিম আমলা, মার্টিন গাপটিল, ডোয়াইন স্মিথদের। গত মৌসুমে জ্যামাইকা তালাওয়ার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ। এবার তাকে দলে টেনেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। যেখানে মাহমুদউল্লাহ সতীর্থ হিসেবে পাচ্ছেন ক্রিস গেইল, এভিন লুইস, কার্লোস ব্রাফেটদের মতো তারকাদের।
সিপিএলে এবার সর্বোচ্চ দাম (১ লাখ ৬০ হাজার ডলার) পেয়েছেন মোট ছয় ক্রিকেটার—ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, সোহেল তানভীর, মার্টিন গাপটিল, লেন্ডল সিমন্স ও ডোয়াইন ব্রাভো।
৮ আগস্ট মাঠে শুরু হবে সিপিএল।
Discussion about this post