এখনো হেড কোচ পাচ্ছে না বাংলাদেশ। সেই চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর থেকে এই শুন্যতায় আছে দল। সেই জায়গা পূরণে অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডরে (বিসিবি) কাছে সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলের নাম প্রস্তাব করেছিলেন। সাবেক এ অধিনায়ককে নাকি এরইমধ্যে প্রস্তাব ও দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এমনটাই একটি দিনিকের সঙ্গে কথা বলতে গিয়ে জানান আকরাম খান। তারপরই মুখ খুললেন আমিনুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে একটি স্ট্যাটাস ও দিয়েছেন তিনি। এক পর্যায়ে সেখানে সাবেক এ ব্যাটসম্যান লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের ডেভলপমেন্ট এখন আইসিইউতে।
দিন-দুয়েক আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, ‘বুলবুলকে (আমিনুল) আমরা অনেকবার প্রস্তাব দিয়েছি। সে যেহেতু আইসিসির সঙ্গে যুক্ত, হয়তো সেভাবে সময় দিতে পারবে না। আমি একবার চিটাগং ভাইকিংসের (বিপিএলের দল) জন্য চেষ্টা করেছিলাম। ওর আসলে সময় কম। বাংলাদেশ ক্রিকেটকে সে সময় দিতে পারবে না।’
বিসিবির অন্যতম শীর্ষ কর্তা সাবেক ক্রিকেটার আকরাম খানের বক্তব্য নিয়ে ‘বুলবুলকে অনেকবার কোচের প্রস্তাব দেওয়া হয়েছিল’ এ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো-তে। এটা দেখে নিজের ফেসবুক টাইমলাইনে ক্ষোভ প্রকাশ করেন আমিনুল ইসলাম বুলবুল। লিখেন, ‘শিরোনাম দেখে আমি অবাক, বিস্মিত ও বিরক্ত। আমি বিসিবি থেকে কোন পর্যায়ের দলেরই কোচিং করাবার প্রস্তাব পাইনি (অনূর্ধ্ব-১৯ বা জাতীয় দল)। বিপিএলের শেষ আসরে ক্যাপ্টেন বক্সে আমি আমার নাম পর্যন্ত দেখতে পাইনি। প্রতিবছরই আমি বিপিএল ও ডিপিএলে কোচিং করাবার অফার পাই। আমি সেজন্য দলগুলোর প্রতি কৃতজ্ঞ। আমি সেগুলো ছেড়ে দেই কারণ, এক/দুই মাসের কাজের জন্য আমি চাকরি ছাড়তে পারিনা।’
বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, বুলবুল আরো বলেন, আকরাম খান কি ক্রিকেট অপারেশন্সের হয়ে কথা বলেছে, নাকি বিসিবি কিংবা কোন বিপিএল দলের হয়ে তা নিয়ে আমি সন্দিহান। প্রস্তাব না পাওয়াতে আমার কোন আপত্তি নেই। তবে আমি এই মিথ্যাচারে রাগান্বিত। দয়া করে যা বলবেন আর করবেন তার প্রতি সৎ থাকবেন। বাংলাদেশ ক্রিকেটের উন্নতি এখন আইসিইউতে।’
এশীয় ক্রিকেটের উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে আমিনুল এখন কাজ করছেন আইসিসিতে। কোচিংয়ের ওপর উচ্চতর ডিগ্রিও নিয়েছেন তিনি। একইসঙ্গে দেশের ক্রিকেটের সঙ্গে জড়ানোর ইচ্ছে অনেক আগেই প্রকাশ করেছেন তিনি।
Discussion about this post