সেই পুরনো কোচেরই দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যিনি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে সরে দাঁড়িয়েছিলেন ৬ বছর আগে। ৫ মাসের বেশি টিকতে পারেননি রিচার্ড পাইবাস। তারওপরই আস্থা রাখছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। চন্ডিকা হাথুরুসিংহে ছেড়ে দেওয়া জায়গা সাবেক এ অস্ট্রেলিয়ান কোচকে দিচ্ছে বিসিবি!
এ অবস্থায় সাকিব-মাশরাফিদের জন্য কড়া একজন শিক্ষক চাইছে বোর্ড। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য নাকি এমনটা দরকার। তারই অংশ হিসেবে বোর্ড প্রধান দারস্থ পাইবাসের।
শ্রীলঙ্কা সফরের পরই পাইবাসের সঙ্গে চুক্তি সেরে ফেলবে বিসিবি। শোনা যাচ্ছে এরইমধ্যে নাকি সাবেক অস্ট্রেলিয়ান কোচের সঙ্গে মোটামুটি কথাবার্তাও হয়ে গেছে বিসিবির।
গতবছর দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন সময়ই টাইগারদের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চন্ডিকা হাথুরুসিংহে। এরপর অবশ্য বিসিবির পছন্দের তালিকায় এমনিতেই ছিলেন রিচার্ড পাইবাস।। কিন্তু ক্রিকেটারদের ঘোর আপত্তির কারণে সেটা এতদিন পারেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। মাশরাফি-মুশফিকরা চেয়েছিল ফিল সিমন্সকে কোচ হিসেবে। শেষ পর্যন্ত সেটাও হয়নি।
Discussion about this post