গুঞ্জনটাই তাহলে শেষ পর্যন্ত সত্য হতে যাচ্ছে! নিদহাস ট্রফিতে একটি কিংবা দুটি ম্যাচে নয়, পুরো টুর্নামেন্টে সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে দেখা দিচ্ছে সংশয়! থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাওয়া এ অলরাউন্ডারের ইনজুরি নিয়ে কোন সুখবরই পাওয়া যাচ্ছে না। যে কারণে দেশে ফিরে তাকে আরও এক সপ্তাহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পর্যবেক্ষণে থাকবেন সাকিব।
শুরুতে বলা হচ্ছিল ইনজুরির কারণে নিদাহাস ট্রফিতে সাকিব একটি কিংবা দুটি ম্যাচ হয়তো মিস করবেন। এবার পুরো ব্যাপারটাই বদলে গেল। । পুরো সিরিজেই বিশ্বসেরা অলরাউন্ডারকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। তবে এনিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো কিছু জানায়নি বিসিবি।
গত সোমবার অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে থাইল্যান্ড গেছেন সাকিব। সেখান থেকে জানা গেছে দুই সপ্তাহ ফিজিওথেরাপি নিতে হবে তাকে। বিসিবির চিকিৎসক ডা.দেবাশীষ চৌধুরী জানান, ‘বৃহস্পতিবার থাইল্যান্ডে একবার ফিজিওথেরাপি নিয়ে দেশে ফিরবেন সাকিব। তারপর ওকে আরও এক সপ্তাহ ফিজিওথেরাপি দেওয়া হবে। আমরা দেখব পরিস্থিতি কি। যদি অগ্রগতি হয় তাহলে এটা চলতে থাকবে, নয়তো আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে।’
সাকিব ফিরলেই আসন্ন সিরিজ নিয়ে তার সঙ্গে আলোচনায় বসবে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।বলেন, ‘ও আগে দেশে ফিরুক। ওর সঙ্গে আমরা আলোচনা করি। এরপর ওর শ্রীলঙ্কা যাওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে আঙুলে আঘাত পান সাকিব। এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারেন নি তিনি।
বাংলাদেশ, ভারত আর স্বাগতিক শ্রীলঙ্কাকে নিয়ে ৬ মার্চ কলম্বোয় শুরু হবে নিদাহাস ট্রফি। ৮ মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। তার আগে ৪ মার্চ দেশ ছাড়ার কথা রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদরে।
Discussion about this post