জাতীয় দলে ফেরার দাবী আরো একবার জোড়ালো করলেন নাঈম ইসলাম। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার ধারাবাহিকতাটা ধরে রেখেছেন তিনি। বৃহস্পতিবার লিজেন্ডস অব রূপগঞ্জের জয়ের নায়ক বনে গেছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ৭৫ রানে দল হারিয়েছে প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাবকে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ছন্দটা ধরে রাখেন রূপগঞ্জের ওপেনার আব্দুল মজিদ। এই ব্যাটসম্যান উদ্বোধনী জুটিতে নাঈম হাসানের ৫২ রানের জুটি গড়েন। দ্বিতীয় উইকেটে নাঈম ইসলামের সঙ্গে দলীয় রানকে তিনি পৌঁছে দেন ২৬.১ ওভারে ১৩০-এ। এরমধ্যে ৬৬ বলে ৫ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি তুলেন মজিদ। শেষ পর্যন্ত ইনিংসের ২৭তম ওভারের প্রথম বলে আরাফাত সানির বলে মানিক খানের ক্যাচে ৭৫ বলে ৫ চার ২ ছয়ে ৫৯ রানে সাজঘরে ফেরেন তিনি।
তখনো এক প্রান্ত আগলে নাঈম ইসলাম। তৃতীয় উইকেটে এ ডানহাতি মুশফিকুর রহীমের সঙ্গে ৯২ রানের দারুণ জুটি গড়ে দলকে এনে দেন বড় সংগ্রহ। ৪৩তম ওভারের শেষ বলে ফরহাদ রেজা নাঈমকে (৯৫ বলে ৭৮) ফেরালে কিছুটা রান তোলার গতি কমে রূপগঞ্জের। তবে মুশফিক ৬৭ বলে ৮ চারে গড়া ৬৫ রানের ইনিংসটিই শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেয় সাবেক চ্যাম্পিয়নদের।
এই জয়ের পর ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রূপগঞ্জ। ফেভারিটের মতোই দাপুটে ক্রিকেট খেলছে দলটি।
সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৭২/৭ (মজিদ ৫৯, মোহাম্মদ নাঈম ২৭, নাঈম ইসলাম ৭৮, মুশফিকুর ৬৫, নাজমুল ২১, রসুল ৮*, শহীদ ০*; মানিক ০/৪৯, ফরহাদ ২/৭৫, সানি ৩/৪০, আরাফাত ১/১৮)
প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব: ৪৭.৫ ওভারে ২১৭/১০ (ইমতিয়াজ ৩৫, লিটন ২, ফজল ২০, মার্শাল ৬, ফরহাদ ১৭, ফরহাদ রেজা ২৫, সোয়েব ২৪, শরিফুল্লাহ ৪১, আরাফাত ১৬, সানি ২৮*, মজিদ ০*; শরিফ ১/৪৯, শহীদ ১/২৮, মোশাররফ ৪/৪০, আসিফ ৩/৪৬)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৫৫ রানে জয়ী
ম্যাচসেরা: নাঈম ইসলাম
Discussion about this post