এক ম্যাচ পর আবারো জয়ের ধারায় ফিরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাবেক চ্যাম্পিয়নরা রীতিমতো উড়িয়ে দিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে। বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের লিজেন্ডসরা জিতেছে ৫৫ রানে। দাপুটে জয়ে শিরোপা পুনরুদ্ধারের পথটা মসৃন করল তারা।
প্রথমে ব্যাট করতে নমেে মুশফিকুর রহীম, নাঈম ইসলাম আর আবদুল মজিদের হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ২৭২ রানের বড় পুঁজি গড়ে রূপগঞ্জ। ৯৫ বলে ৮ বাউন্ডারিতে ৭৮ রান করেন নাঈম। ৭৫ বলে ৫৯ করেন দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার আবদুল মজিদ। ঢাকা লিগে ফিরেই রান পেলেন মুশফিক। ৬৭ বলে খেলেন ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।
প্রাইম দোলেশ্বরের হয়ে ৯ ওভারে ৪০ রানে ৩টি উইকেট নেন আরাফাত সানি। ১০ ফরহাদ রেজা পান ২টি উইকেট।
এরপর বাকী কাজটা সেরে নেন লিজেন্ডসদের বোলাররা। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ৪৭.৫ ওভারে ২১৭ রানে অলআউট করে দেয়। মোশাররফ হোসেন রুবেল ৪০ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ৩ উইকেট শিকার করেছেন আসিফ হাসান।
অসাধারন এ জয়ে ৫ ম্যাচের ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রূপগঞ্জ। ফেভারিটের মতোই দাপুটে ক্রিকেট খেলছে তারা। সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে প্রাইম দোলেশ্বর।
সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৭২/৭ (মজিদ ৫৯, মোহাম্মদ নাঈম ২৭, নাঈম ইসলাম ৭৮, মুশফিকুর ৬৫, নাজমুল ২১, রসুল ৮*, শহীদ ০*; মানিক ০/৪৯, ফরহাদ ২/৭৫, সানি ৩/৪০, আরাফাত ১/১৮)
প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব: ৪৭.৫ ওভারে ২১৭/১০ (ইমতিয়াজ ৩৫, লিটন ২, ফজল ২০, মার্শাল ৬, ফরহাদ ১৭, ফরহাদ রেজা ২৫, সোয়েব ২৪, শরিফুল্লাহ ৪১, আরাফাত ১৬, সানি ২৮*, মজিদ ০*; শরিফ ১/৪৯, শহীদ ১/২৮, মোশাররফ ৪/৪০, আসিফ ৩/৪৬)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৫৫ রানে জয়ী
ম্যাচসেরা: নাঈম ইসলাম
Discussion about this post