শ্রদ্ধা-ভালবাসায় শুধু বাঙালিরাই নয়, গোটা বিশ্ব পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটারাও। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার ফেসবুক পেজে লিখেছেন, ‘মাতৃভাষার শক্তি বুকে নিয়ে খেলি বিশ্বজুড়ে।’
আবার একইভাবে টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বিনম্র চিত্তে ভাষা শহীদদের স্মরণ করলেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজের টাইমলাইনে লিখেছেন, ‘বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের গর্ব, আমাদের অস্তিত্বের এক অপরিহার্য অংশ! ভাষা সৈনিকদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই ভাষাই বাঙালি জাতিকে যোগায় সকল বিপত্তিকে পিছে ফেলে সামনে ছুটে চলার প্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি জানাই সকল ভাষা শহীদদের।’
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম ফেসবুক পেজে লিখেছেন ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জন্য একটি বিশেষ দিন। এই দিনে আমরা আমাদের প্রিয় ভাষা বাংলাকে আমাদের মাতৃভাষা হিসেবে অর্জন করতে পেরেছি। আর এই বিশাল অর্জনের পিছনে ছিলো বাঙালীর প্রাণ বিসর্জন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই মহান ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা।‘
দলের অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল লিখেছেন, ‘জীবন দিয়ে যারা বাংলাকে আমাদের মাতৃভাষা রূপে এনে দিয়েছেন সে সকল মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।’
Discussion about this post