ব্যাটিং করতে যেন ভুলেই গেলেন ব্যাটসম্যানরা। একের পর এক আত্মাহুতি। তারই পথ ধরে হিসাবের ছকটাও গেল উল্টে। প্রথম টেস্টে লড়লেও ঢাকার মিরপুরে একেবারেই হতাশ করলেন টাইগার ক্রিকেটাররা। তারই পথ ধরে দ্বিতীয় টেস্টে শনিবার বাংলাদেশ ২১৫ রানে হারল। একইসঙ্গে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজটা জিতে নিল শ্রীলঙ্কা।
মিরপুরের হোম অব ক্রিকেটে শ্রীলঙ্কা ১ম ইনিংসে তুলেছিল ২২২ রান। জবাব দিতে নেমে বাংলাদেশ ১১০ রানে অলআউট। তারপর ২য় ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয়ে তুলে ২২৬ রান। সফরকারীদের এমন সংগ্রহের পর হার যেন অবধারিত হয়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দলের।
জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৩৩৯। তবে ব্যাটিং দৃঢ়তায় হয়তো ব্যবধানটা কমানো যেতো। কিন্তু এরপর ২য় ইনিংসে আরো অধপতন! ৭৮ রান তুলতে ফিরে যান তামিম (২), ইমরুল (১৭), মুমিনুল (৩৩) আর লিটন (১২)। এরপর অন্যরা তাদের অনুসরন করলেন। শেষ পর্যন্ত ১২৩ রানে অলআউট বাংলাদেশ।
অভিষিক্ত ২৪ বছর বয়সী স্পিনার আকিলা ধনঞ্জয়া দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২২২/১০ ও ২য় ইনিংস: ২২৬/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ১১০/১০ ও ২য় ইনিংস: ২৯.৩ ওভারে ১২৩ (তামিম ২, ইমরুল ১৭, মুমিনুল ৩৩, মুশফিক ২৫, লিটন ১২, মাহমুদউল্লাহ ৬, সাব্বির ১, মিরাজ ৭, রাজ্জাক ২, তাইজুল ৬, মুস্তাফিজ ৫*; লাকমল ৩-০-১১-০, দিলরুয়ান ১০-০-৩২-১, হেরাথ ১১.৩-১-৪৯-৪, দনঞ্জয়া ৫-১-২৪-৫)
ফল: শ্রীলঙ্কা ২১৫ রানে জয়ী
সিরিজ: শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে জয়ী
Discussion about this post