এবারের প্রিমিয়ার লিগে প্রথমে শাইনপুকুরে নাম লিখিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। অদ্ভুদ নিয়মের সুযোগ নিয়ে ”পারস্পরিক সমঝোতার” ভিত্তিতে তিনি যোগ দেন আবাহনীতে। বল হাতে ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনেই জ্বলে উঠলেন ম্যাশ। আবাহনী লিমিটেডের হয়ে সোমবার খেলাঘর সমাজকল্যাণ সমিতির টপ অর্ডার একাই গুড়িয়ে দেন তিনি। তার দাপুটে বোলিংয়ে প্রতিপক্ষকে সহজেই ৯ উইকেটের বড় ব্যবধানে হারাল আকাশি-নীল জার্সিধারীরা।
সোমবার বিকেএসপির ৪ নম্বর মাঠে টসে জিতে ব্যাটিংয়ে নেমেই শুরুতেই মাশরাফির বোলিং-তোপে পড়ে খেলাঘর। ৪১ রানেই দলটি হারায় ৩ উইকেট। তিনটিই নেন টাইগার ওয়ানরডে অধিনায়ক। তিনি ফিরিয়ে দেন রবিউল ইসলাম. সাদিকুর রহমান সাদী ও নাফিস ইকবালকে। যে কারণে দলটি শেষ পর্যন্ত ৪১ ওভারে ১৫৪ রানে অলআউট হয়। খেলা ঘরের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মইনুল ইসলাম। এছাড়া অমিত মজুমদার ৩৭ ও অধিনায়ক নাফিস ইকবাল ১৯ রান করেন।
মোট ৭ ওভার বোলিং করে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন মাশরাফি। সানজামুল ইসলাম ও সাকলায়েন সজীবও ৩টি করে উইকেট।
তারপর ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে আবাহনী ২৫.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলটির হয়ে এনামুল হক ৮৬ রানে অপরাজিত ছিলেন। তার ৭৩ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছয়। দ্বিতীয় সর্বোচ্চ রান সাইফ হাসানের। ৪৯ বলে তিনি করেন ৩৯ রান। নাজমুল হাসান ২৩ রানে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর –
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি : ৪১ ওভারে ১৫৪/১০ (মুমিনুল ইসলাম ৪৩, অমিত মজুমদার ৩৭; মাশরাফি ৩/২৩, সানজামুল ৩/২৭)
আবাহনী লিমিটেড : ২৫.২ ওভারে ১৫৫/১ (বিজয় ৮৬*, সাইফ হাসান ৩৯, শান্ত ২৩*)
ফল : আবাহনী ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মাশরাফি বিন মুর্তজা
Discussion about this post