এমন একটি সুখবরের অপেক্ষাতেই ছিলেন তিনি। চট্টগ্রাম টেস্ট শেষ হতেই চটজলদি চলে আসেন ঢাকায়। এরপরই চলে যান স্ত্রীর পাশে, হাসপাতালে সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে থেকেই ভেসে আসল-বাবা হয়েছেন মুশফিকুর রহীম। খবরটি নিশ্চিত করেছেন মুশির বাবা মাহবুব হামিদ। মুশফিকের বাবা দাদা হওয়ার ব্যাপারটি জানিয়ে স্ট্যাটাসে লিখেন, ‘আলহামদুলিল্লাহ!!! অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই দাদা ভাই, সকাল নয়টা আটাশ মিনিটে এই দুনিয়ায় চলে এলেন। শুকরিয়া গো খোদা তোমার প্রতি। দোয়ার জন্য সকলের কাছে দরখাস্ত। মা ও ছেলে দুইজনেই সুস্থ আছে। আল্লাহ যেন দাদা ভাইকে ভাল মানুষ করেন। আমিন!!!’
জানা গেছে ঢাকার স্কয়ার হাসপাতালে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াতের কোল জুড়ে আসে পুত্র সন্তান।
২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে মুশফিকের বাগদান হয়। ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বরে হয় তাদের বিয়ে। গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ফিরে স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডিকে ডাক্তার দেখানোর জন্য থাইল্যান্ড যান মুশি। তখনই জানা যায় বাবা হচ্ছেন তিনি। চট্টগ্রাম টেস্টে সন্তান জন্ম নেওয়ায় স্ত্রী মন্ডির পাশেই ছিলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
Discussion about this post