শেষ পর্যন্ত ঢাকা টেস্টেও খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। প্রথম টেস্টের মতো দ্বিতীয়টিতেও তাকে একাদশের বাইরে রেখেছেন নির্বাচকরা। গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পেয়ে ছিটকে যান টেস্ট অধিনায়ক। এখন তিনি রয়েছেন পুনর্বাসনে। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ফের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার অধিনায়কত্বে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট রোববার ড্র করেছে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলের ছিড় ধরে। সেলাই করতে হয়েছে তার আঙ্গুলে। হাতের সেলাই এখনও কাটা হয়নি। ১০ ফ্রেবুয়ারির দিকে। তার আগেই ৮ তারিখে শুরু হয়ে যাবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ।
এদিকে দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন সাব্বির রহমান। জায়গা হারিয়েছেন অভিষেকে সাফল্য না পাওয়া সানজামুল ইসলাম। আর না খেলেই বাদ রুবেল হোসেন। আব্দুর রাজ্জাক অবশ্য টিকে গেছেন দলে।
সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ৪ ইনিংসে ৩৮ রান করার পর এই সিরিজের প্রথম টেস্টে বাদ পড়েছিলেন
আগামী বৃহস্পতিবার শুরু দ্বিতীয় টেস্ট। রোববার মিরপুর টেস্টের জন্য ঘোষনা করা হয়েছে ১৫ জনের দল।
বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তানবীর হায়দার, সাব্বির রহমান, আব্দুর রাজ্জাক।
Discussion about this post