আক্ষেপ নিশ্চিত করেই সঙ্গী হতে পারে মাহমুদউল্লাহ রিয়াদের। আর মাত্র ১৭ রান করলেই যে তার নামটা উঠে যেতো রেকর্ডের পাতায়। বাংলাদেশের দশম টেস্ট অধিনায়ক সঙ্গীর অভাবে আটকে গেলে ৮৩ রানে। অপরাজিত থেকেই ফিরলেন সাজঘরে। থেকে গেল তার ১৭ রানের আক্ষেপ। রানগুলো করতে পারলে যে ইতিহাসের মাত্র ২৯ জনের সংক্ষিপ্ত এক তালিকায় নাম উঠে যেত এ ডানহাতি ব্যাটসম্যানের।
টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে সেঞ্চুরির নজির খুব বেশি জনের নেই। টেস্টের তিনটা দলের কেউ তো এই কীর্তি করতেই পারেনি। বাকি সাত দলের মাত্র ২৯ জন এই কীর্তি গড়েছেন। সর্বশেষ এই তালিকায় নাম লিখিয়েছেন বিরাট কোহলি ও স্টিভ স্মিথ। এই তালিকায় আরও রয়েছেন বিলি মারডক, ক্লাইভ লয়েড, গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাস্কার ও শিবনারায়ণ চন্দরপলের মত ব্যাটসম্যানরা। বৃহস্পতিবার সেই তালিকায় নাম লেখানোর দারুণ সুযোগ ছিল মাহমুদউল্লাহর সামনে। কিন্তু চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের এক ঘন্টার মধ্যেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। তাও ভাল যে শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানকে নিয়ে টাইগার টেস্ট অধিনায়ক দলীয় স্কোরে যোগ করেছিলেন ৩৫ রান। এরপরই কাটার মাস্টারের স্কুপ করতে চাওয়ার বোকামির খেসারত দিলেন আসলে মাহমুদউল্লাহই। তবু খুব বেশি হতাশ তাকে দেখাল না। সব সময়ই দলের কথা ভেবেছেন, নিজের করে চাওয়া খুব বেশি হয়নি।
চ্টগ্রামে অধিনায়ক রিয়াদের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে রেকর্ড গড়ার সুযোগটা এখনও রয়েছে। টেস্টের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত তিনি তিন অঙ্ক ছুঁতে পারেন, তবে সেটা দেশের ক্রিকেটের জন্য অন্যরকম এক অর্জন।
এদিকে বাংলাদেশের ১ম ইনিংসে ৫১৩ রানের পর ব্যাট করতে নেমে দিন শেষে শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে করেছে ১৮৭ রান।
Discussion about this post