সকালে শুরুতেই ডাবল সেঞ্চুরির স্বপ্নটা বিসর্জন দিয়ে সাজঘরের পথ ধরেন মুমিনুল হক। এপর চটজলদি মোসাদ্দেক হোসেন আর মেহেদী হাসান মিরাজরা বিদায় নিলে ৫০০ রানের আগেই ইনিংস শেষের শঙ্কা জাগে। কিন্তু শেষ বেলায় মুস্তাফিজুর রহমানকে নিয়ে বেশ লড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ১ম ইনিংসে ৫১৩ রানে অলআউট হয় বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।
পরিসংখ্যান জানাচ্ছে টেস্টে এনিয়ে সপ্তমবার পাঁচশ রান পেল বাংলাদেশ। আর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়বার। সঙ্গীর অভাবে শতরান করার সুযোগটা পেলেন না বৃহস্পতিবার মাহমুদউল্লাহ। তিনি অপরাজিত ছিলেন ৮৩ রানে। এই রান করে রেকর্ডই গড়লেন অধিনায়ক রিয়াদ। মুশফিকুর রহীমের ৬৮ ছাড়িয়ে অধিনায়কত্বের অভিষেক ইনিংসে এটিই বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। অবশ্য নেতৃত্বের অভিষেক দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসানের অপরাজিত ৯৬ রান করেছিলেন।
এদিন সকালে শুরুতেই বিদায় নেন মুমিনুল। আগের দিন অপরাজিত ছিলেন ১৭৫ রানে। এদিন তার ব্যাট থেকে আসে মাত্র ১ রান। আর শেষ দিকে মুস্তাফিজ দারুণ দৃঢ়তা দেখিয়েছেন। রিয়াদের সঙ্গে শেষ উইকেটে গড়েন ৩৫ রানের জুটি। ৮ রানে আউট তিনি। মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ১৩৪ বলে ৮৩ রানে। গত ৮ বছরে মাহমুদউল্লাহর এটি সর্বোচ্চ টেস্ট রান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১২৯.৫ ওভারে ৫১৩/১০ (আগের দিন ৩৭৪/৪) (মুমিনুল ১৭৫, মাহমুদউল্লাহ ৮৩*, মোসাদ্দেক ৮, মিরাজ ২০, সানজামুল ২৪, তাইজুল ১, মুস্তাফিজ ৮; লাকমল ৩/৬৮, কুমারা ০/৭৯, পেরেরা ০/১১২, হেরাথ ৩/১৫০, সান্দাকান ২/৯২, ধনঞ্জয়া ০/১২)।
Discussion about this post