রীতিমতো রান ফোয়ারা ছুটিয়েছেন ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কান বোলারদের উড়িয়ে দিয়ে রেকর্ডও হয়েছে বেশ কয়েকটি। আর চার বছর পর সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেঞ্চুরি করলেন মুমিনুল। তিনি অপরাজিত ১৭৫ রানে। তার ব্যাটে ভর করে চট্টগ্রামে টেস্টের প্রথম দিনে ৪ উইকেটে ৩৭৪ রান তুলেছে বাংলাদেশ। এটি টেস্ট ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি রান টাইগারদের। তারও আগে ৩৫৬ রান ছিল স্বাগতিকদের এদিনে সর্বোচ্চ।
বুধবার দেশের প্রথম ব্যাটসম্যান হয়ে সবচেয়ে দ্রুততম সময়ে (৪৭ ইনিংসে) টেস্টে ২০০০ রান করেন মুমিনুল। এর আগে এ রেকর্ডটি ছিল তামিম ইকবালের। দুই হাজার রান করেন এ ওপেনার খেলেছিলেন ৫৩ ইনিংস।
বুধবার সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ৭২ রানের দারুণ শুরু এনে দেন টাইগারদের। তামিম ৫৪ বলে ৬ চার ও ১ ছয়ে ৫২ রান তুলে ফিরে যান সাজঘরে। যদিও অন্য প্রান্তে মুমিনুল হককে নিয়ে স্বাগতিক ইনিংস টেনে নেওয়ার কাজটি করেন ইমরুল (৪০)। তবে লাকসান সান্দাকানের বলে আম্পায়ারের ভুলে এলবিডব্লিয়ের ফাঁদে পড়েন। যদিও এটি আউট ছিল কীনা সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
লাঞ্চের পর মুশফিক সাজঘরে ফিরেন ১৯২ বলে ১০ চারে ৯২ রান তুলে। তারপরের বলে বোল্ড লিটন কুমার দাস। তখন হাল ধরেন মুমিনুল-মাহমুদউল্লাহ।
দিন শেষে ১৭৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন। চোখ ডাবল সেঞ্চুরিতে। অন্যদিকে ৯ রান নিয়ে তার সঙ্গী হিসেবে রয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দেশের দশম টেস্ট অধিনায়ক হিসেবেই এদিনই প্রথমবারের মতো টস করতে নামেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৭৪/৪ (তামিম ৫২, ইমরুল ৪০, মুমিনুল ১৭৫*, মুশফিক ৯২, লিটন ০, মাহমুদউল্লাহ ৯*; লাকমল ২/৪৩, দিলরুয়ান ১/৯৮, হেরাথ ০/১০০, সান্দাকান ১/৫৮)
Discussion about this post