সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। দেশের ক্রিকেটও এখন উঠে গেছে ইর্ষনীয় অবস্থানে। তারই পথ ধরে বিজ্ঞাপনের দুনিয়াতেও ব্যাপক চাহিদা ক্রিকেটারদের। অনেক প্রতিষ্টানই তাদের বিজ্ঞাপনে খেলোয়াড়দের ইমেজকে কাজে লাগাতে ফায়দা তুলে নিচ্ছেন। এরইমধ্যে সাকিব আল হাসান-মাশরাফি বিন মুর্তজারা বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আয় করে নিচ্ছেন কোটি কোটি টাকা। এবার তাতে বাঁধা হয়ে দাঁড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণে বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন টাইগার ক্রিকেটাররা।
টেলিকম কোম্পানির বিজ্ঞাপন নিয়ে সমস্যা বেধেছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন বিসিবির টিম স্পন্সর ‘রবি’ ছাড়া অন্য কোনো টেলিকম কোম্পানির বিজ্ঞাপন করতে পারবেন না কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা।
২০১৭ সালে ৬০ কোটি টাকায় বিসিবির টিম স্পন্সর স্বত্ব কিনে নেয় মোবাইল কোম্পানি ‘রবি’। সে সময় তারা শর্ত দিয়েছিল যে, রবির বাইরে অন্য কোনো টেলিকম কোম্পানির প্রচারে অংশ নিতে পারবেন না ক্রিকেটাররা। তবে ব্যাপারটি নিয়ে এতদিন কিছুই বলেনি রবি। কিন্তু এ নিয়ে এখন তারা সক্রিয়। যে কারণে ব্যবস্থা নিচ্ছে বিসিবিও। এরইমধ্যে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি অন্য টেলিকম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের চুক্তি বাতিলের জন্য নোটিশ পাঠিয়েছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন মঙ্গলবার বলেন, ‘আন্তর্জাতিক যে কোন টুর্নামেন্ট বা চুক্তিতেই সাধারণত একই ধরনের দুটি প্রতিষ্ঠানকে রাখা হয় না। আইসিসি মেনে চলে এই রীতি। এ নিয়মের কারণে ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হলেও দু’পক্ষের আলোচনাতেই টিম স্পন্সরের শর্ত মেনে চলতে আগ্রহী বিসিবি। তাই তো বিসিবিও টিম স্পন্সরের শর্ত মেনে বিষয়টি জানিয়েছে ক্রিকেটারদের।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়ার সুবাদে প্রতি বছর মাশরাফি-সাকিবরা বোর্ড থেকে বেতন পান ৪৮ লাখ টাকা। এর বাইরে বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় আরও কোটি টাকা আয় করেন তারা। কিন্তু এবার সেই আয়ে ভাটা পড়বে তাদের!
Discussion about this post