মাশরাফি বিন মর্তুজা মানেই বর্তমান প্রজন্মের আদর্শ। তারকা খ্যাতি কখনো ছুঁয়ে যায় না তাকে। সাধারনের মতোই থাকতে ভালবাসেন তিনি। টাইগারদের ওয়ানডে অধিনায়ক যে ধর্মপ্রাণ, সেটা সবারই জানা। ধর্ম-কর্মও নীরবে করতে পছন্দ করেন তিনি। এবার ম্যাশ পবিত্র ওমরাহ করতে যাচ্ছেন। অনেকটা নিরবে- পবিত্র নগরী মক্কায় যাবার প্রস্তুতি নিচ্ছেন মাশরাফি। টেস্ট দলে না থাকায় তার হাতে এখন অফুরন্ত অবসর সময়।
সোমবার রাতেই ওমরাহ করতে মক্কা যাওয়ার কথা তার। খবরটি অবশ্য গণমাধ্যমের কাছে আড়াল করতে চেয়েছিলেন তিনি। কারণ হিসেবে বলেছিলেন, ‘ওমরাহ করতে যাওয়া মানে পুণ্য করতে যাওয়া। ঢাক-ঢোল পিটিয়ে যাবার ও করার মত কাজ নয়। এটা একটা ধর্মীয় সংস্কার। সেই ধর্মীয় আচার ও কর্ম যতটা সম্ভব নিরবে-নিভৃতে করাই উত্তম। আমিও আল্লাহর ওয়াস্তে যেতে মনস্থির করেছি।’
ত্রিদেশীয় সিরিজের আগে ওপেনার ইমরুল কায়েস আর সাকিব আল হাসান পুরো পরিবার নিয়ে ওমরাহ করে আসেন।
Discussion about this post