বাংলাদেশকে ৭৯ রানে হারিয়ে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ট্রফি জিতল শ্রীলঙ্কা।
ভেন্যু: মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
তারিখ: ২৭ জানুয়ারি, ২০১৮
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২২১/১০ (গুনাথিলাকা ৬, থারাঙ্গা ৫৬, মেন্ডিস ২৮, ডিকভেলা ৪২, চান্দিমাল ৪৫, থিসারা ২, গুনারত্নে ৬, দনঞ্জয়া ১৭, মদুশঙ্কা ৭, লাকমল ২, চামিরা ১*; মিরাজ ১/৫৩, মাশরাফি ১/৩৫, মুস্তাফিজ ২/২৯, মাহমুদউল্লাহ ০/১৮, সাইফ ১/১৫, সাকিব ০/২০, রুবেল ৪/৪৬)
বাংলাদেশ: ৪১.১ ওভারে ১৪২/৯ (তামিম ৩, মিঠুন ১০, সাব্বির ২, মুশফিক ২২, মাহমুদউল্লাহ ৭৬, মিরাজ ৫, সাইফ ৮, মাশরাফি ৫, রুবেল ০, মুস্তাফিজ ০*; লাকমল ০/২৯, চামিরা ২/১৭, থিসারা ০/৩১, মদুশঙ্কা ৩/২৬, দনঞ্জয়া ২/৩০, গুনাথিলকা ০/৪)
ফল: শ্রীলঙ্কা ৭৯ রানে জয়ী
ম্যাচসেরা: উপুল থারাঙ্গা
সিরিজসেরা: থিসারা পেরেরা
Discussion about this post