বলা হয়ে থাকে ঘরোয়া ক্রিকেটই নাকি জাতীয় দলে উঠার সিড়ি। কিন্তু এটা নিশ্চিত করেই মানবেন না তুষার ইমরান ও আবদুর রাজ্জাক। গত কয়েকবছর ধরেই দুর্দান্ত খেলে যাচ্ছেন তারা দু’জন। কিন্তু কিছুতেই খুলছে না জাতীয় দলের দরজা। তারপরও তার ভাল খেলার ধারাবাহিকতা চলছেই। তারই পথ ধরে জাতীয় দলে ব্রাত্য দুই খেলোয়াড় পেরোলেন প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য মাইলফলক। তারই স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শুরুর আগে তাদের হাতে স্মারক ট্রফি তুলে দিলেন বাংলাদেশের দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টসের আগে ড্রেসিংরুমের সামনে পুরো দল মিলে সংবর্ধিত করা হয় রাজ্জাক ও তুষারকে। তাদের কীর্তির জন্য স্মারক ট্রফি উপহার দিয়ে সম্মান জানানো হয়। বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে রাজ্জাক ৫০০ উইকেটের মাইলফলক পেরিয়ে যান তিনি। এই স্পিনারের হাতে স্মারক তুলে দেন টেস্ট অধিনায়ক সাকিব। ১১৪ ম্যাচে তার উইকেট ৫১০টি।
আর তুষার ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ১৫৪তম প্রথম শ্রেণির ম্যাচে। তার হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। ১৫৫টি প্রথম শ্রেণির ম্যাচে ২৬ সেঞ্চুরি ও ৫৪ হাফসেঞ্চুরি সহ ১০ হাজার ১৮৫ রান করেছেন তুষার।
এমন সম্মান জানিয়ে মাশরাফি বলেন, ‘দেখুন, ৫০০ উইকেট ও ১০ হাজার রান খুব সহজ কিছু নয়। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। ১৬-১৭ বছর ধরে টানা খেলে, পারফর্ম করে ওরা আজকের উচ্চতায় উঠেছে। অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক নিবেদনের ফসল এই অর্জন। আমরা চেয়েছি ওদেরকে আমাদের পক্ষ থেকে সম্মান জানাতে। পাশাপাশি তরুণ ক্রিকেটারদেরও এই বার্তা দিতে যে ক্রিকেটের প্রতি নিবেদনটা কেমন হওয়া উচিত।’
Discussion about this post