মাত্র ৮২ রান পুঁজি নিয়ে কি আর লড়াই করা যায়? যায় না বলেই শ্রীলঙ্কার সামনে রীতিমতো উড়ে গেল বাংলাদেশ। ১০ উইকেটের অনায়াস জয় দিয়ে তারা পেয়ে গেছে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালের টিকিট। ম্যাচটা নিশ্চিত করেই টাইগারদের জন্য সতর্কবার্তা হয়েই থাকল। আগামী শনিবার এই লঙ্কার বিপক্ষেই ট্রফির লড়াইয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। লজ্জার পরিসংখ্যান জানাচ্ছে-ওয়ানডেতে দ্বাদশবারের মতো ১০ উইকেটে হারল বাংলাদেশ।
বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলায় প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ফাইনাল নিশ্চিত করা দলটি শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানে অলআউট। ওয়ানডেতে যা কীনা বাংলাদেশের নবম সর্বনিন্ম রান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বনিম্ন রান। তারও একবার ২০০২ সালে এসএসসিতে ৭৬ রানে অলআউট হয়েছিল তারা। ওয়ানডে বাংলাদেশের সর্বনিন্ম রান ৫৮, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ২৪ ওভারে শেষ বাংলাদেশের ইনিংস। ১১ রানে শেষ ৫ উইকেট হারায় দল। শেষ ৪ উইকেটের পতন হল মাত্র ৩ রানে।
তারপর জবাবে নেমে ওপেনিং জুটি ১১.৫ ওভারে জয় এনে দেয় শ্রীলঙ্কাকে। উপুল থারাঙ্গা অপরাজিত ৩৪ রানে। দানুশকা গুনাথিলকা ৪০। ২২৯ বল হাতে রেখেই জিতল শ্রীলঙ্কা। দুই দল মিলিয়ে ম্যাচ স্থায়ী হল ৩৫.৫ ওভার। মানে লাঞ্চের আগেই খেলা শেষ!
সাফল্যের আকাশে উড়ছিল বাংলাদেশ। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে টানা ৩ ম্যাচে জয়। কিন্তু চতুর্থ ম্যাচে এসে পেল লজ্জার হার!
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২৪ ওভারে ৮২ (তামিম ৫, এনামুল ০, সাকিব ৮, মুশফিক ২৬, মাহমুদউল্লাহ ৭, সাব্বির ১০, আবুল হাসান ৭, নাসির ৩, মাশরাফি ১, রুবেল ০, মুস্তাফিজ ১*; লাকমল ৩/২১, চামিরা ২/৬, থিসারা ২/২৭, সান্দাকান ২/২৪)
শ্রীলঙ্কা: ১১.৫ ওভারে ৮৩/০ (গুনাথিলকা ৩৯*, থারাঙ্গা ৩৫*; মাশরাফি ০/১৫, হাসান ০/২৫, নাসির ০/১৯, মুস্তাফিজ ০/১৪, সাকিব ০/১০)
ফল: শ্রীলঙ্কা ১০ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সুরাঙ্গা লাকমল
Discussion about this post