ঘরোয়া ক্রিকেটে এটি অবশ্যই খুশির খবর। এবারের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রান পাচ্ছেন ব্যাটসম্যানরা। এই যেমন তৃতীয় রাউন্ডে সেঞ্চুরির বন্যায় শেষ হল। দুই ম্যাচেই শতরান ১২টি। একটি ডাবল সেঞ্চুরি। অার ব্যাটসম্যানদের দাপটের পর ইস্ট জোন-সেন্ট্রাল জোন ও সাউথ জোন-নর্থ জোনের ম্যাচ হয়েছে ড্র।
বিসিএলে বুধবার ম্যাচের চতুর্থ ও শেষ দিনেও শতরান হল চারটি। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিন অঙ্কের ম্যাজিকেল ফিগারের দেখা পেলেন মেহেদী মারুফ (১১২) ও তাসামুল হকের (১০৮)। এর আগে প্রথম ইনিংসে ইস্ট জোন ৭৩৫ রানের সংগ্রহ গড়ে তিন সেঞ্চুরি ও এক ডাবলে। লিটন দাস ১১২, জাকির হাসান ২১১, ইয়াসির আলি রাব্বি ১৩২, অভিজ্ঞ অলক কাপালি তুলে নেন অপরাজিত ১৬৫ রান। তারপর সেন্ট্রাল জোন তুলে৪২৮ রান।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সাউথ জোনের বিপক্ষে নর্থ জোনের জুনায়েদ সিদ্দিকী দ্বিতীয় ইনিংসেও পেলৈন শতরান। প্রথম ইনিংসে ১৩৭ তারপর করলেন ১৫১ রান। দলের আরিফুল হক ১০৩ রানে অপরাজিত ছিলেন।
দুই সেঞ্চুরিতে নর্থ জোন দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রান করায় ম্যাচ ড্র হয়। প্রথম ইনিংসে তারা করে ৪০৮ রান। মিজানুর রহমানও করেন শতক। তারপর তুষার ইমরান ও ইমরুল কায়েসের শতরানে ৪৩৩ রান করে ১ম ইনিংসে ২৫ রানের লিড পায় সাউথ জোন। ইমরুল করেন ১১৮। ১৪৮ রানে অপরাজিত তুষার।
চার দলের বিসিএলে এখন একটা বিরতি থাকবে। ঢাকা প্রিমিয়ার লিগ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। বিসিএলের পরের তিনটি রাউন্ড প্রিমিয়ার লিগের পর হবে। প্রথম তিন রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে নর্থ জোন। ইস্ট জোন ৩০ পয়েন্ট, সাউথ জোন ২৬ ও সেন্ট্রাল জোনের অর্জন ১৯ পয়েন্ট।
Discussion about this post