স্বপ্নের ক্রিকেটই যেন খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার রীতিমতো উড়িয়ে দিল জিম্বাবুয়েকে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টানা তৃতীয় জয়। এবারো জয়ের নায়ক সেই সাকিব আল হাসান। ব্যাটে-বলে রীতিমতো ম্যাজিক দেখালেন এই অলরাউন্ডার। সঙ্গে তামিম ইকবালও তুলে নিলেন টানা তৃতিয় ফিফটি। ৩৬.৩ ওভারে জিম্বাবুয়েকে ১২৫ রানে অলআউট করে ৯১ রানের জয় তুলে নিয়েছে আগেই ফাইনাল নিশ্চিত করা মাশরাফি বিন মতুর্জার দল।
ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচেও জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা টাইগারদের কাছে পাত্তা পায়নি। বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৫০ ওভারে করে ২১৬ রান। তামিম ইকবাল (৭৬) এবং সাকিব আল হাসানের (৫১) করেন হাফসেঞ্চুরি।
অপেক্ষাকৃত কম পুঁজি নিয়ে তারপর সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। উইকেট পেয়েছেন সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনও। ৩৪ রানে ৩ উইকেট নিয়ে সেরা সাকিব।
জিম্বাবুয়ের এই হারে নিশ্চিত খুশি হল শ্রীলঙ্কা। বাংলাদেশ হারিয়ে এখন তারা ফাইনালে খেলার স্বপ্ন দেখতেই পারে!
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ৩৬.৩ ওভারে ১২৫ (মাসাকাদজা ৫, মিরে ৭, আরভিন ১১, টেইলর ০, রাজা ৩৯, মুর ১৪, ওয়ালার ০, ক্রিমার ২৩, জার্ভিস ১০, চাতারা ৮, মুজারাবানি ০*; সাকিব ৩/৩৪, মাশরাফি ২/২৯, সানজামুল ২/২৮, মুস্তাফিজ ১/১৬, রুবেল ১/১৮)
বাংলাদেশ: ৫০ ওভারে ২১৬/৯ (তামিম ৭৬, এনামুল ১, সাকিব ৫১, মুশফিক ১৮, মাহমুদউল্লাহ ২, সাব্বির ৬, নাসির ২, মাশরাফি ০, সানজামুল ১৯, মুস্তাফিজ ১৮*, রুবেল ৮*; জার্ভিস ৩/৪২, চাতারা ১/৩৩, মুজারাবানি ০/৩৬, রাজা ১/৩৯, ক্রিমার ৪/৩২, ওয়ালার ০/৩২)
ফল: বাংলাদেশ ৯১ রানে জয়ী
ম্যাচসেরা: তামিম ইকবাল
Discussion about this post