সব মিলিয়ে গত বছরটা একেবারে মন্দ কাটেনি তামিম ইকবালের। যদিও আইসিসির বর্ষসেরা টেস্ট কিংবা ওয়ানডে দল কোনটাতেই জায়গা হয়নি এই ওপেনারের। তবে এই তারকা ব্যাটসম্যান বিশ্বাস করেন একদিন ঠিকই বাংলাদেশের কোন ক্রিকেটারকে বেছে নেবে আইসিসি। সোমবার মিরপুরে অনুশীলন শেষে মারুকটে এই ব্যাটসম্যান বলেন, ‘যেভাবে শেষ বছরটা গেলো, এভাবে গেলে একটা সময় আমরা বর্ষসেরা দলে স্থান পাবোই। এর জন্য বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী বছরগুলো ভালো গেলে স্বীকৃতি চলে আসবে। গত বছরটা যেভাবে গেছে, তেমন খেলতে পারলে আমাদের দল থেকে দু-তিনজন বর্ষসেরা হতে পারবে।’
২০১৭ সালে আটটি টেস্ট খেলে মুশফিক ৫৪.৭১ গড়ে ৭৬৬ রান করেন। যেখানে দুটি সেঞ্চুরির পাশাপাশি পেয়েছেন তিনটি হাফসেঞ্চুরি। সাকিবও টেস্টে ৪৭.৫ গড়ে ৬৬৫ রান ও নেন ২৯ উইকেট। সাকিব ও মুশফিকের এমন পারফরম্যান্সের পরও আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা হয়নি।
যদিও ২০১৫ সালে ওয়ানডের সেরা একাদশে ছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। ২০০৯ সালে টেস্ট একাদশে ছিলেন সাকিব।
তৃপ্তির সঙ্গে আক্ষেপও আছে তামিমের। তার ১১ বছরের ওয়ানডে ক্যারিয়ারে এখনো শতরানের সংখ্যা দশ স্পর্শ করেনি। তামিম বলেন, ‘সত্যি কথা, মাঝে মাঝে খারাপ লাগে। আমার আরও অনেক সেঞ্চুরি করা উচিত ছিল। সেঞ্চুরির সংখ্যা দুই অঙ্কে যত দ্রুত নেওয়া যায়, সেই লক্ষ্য থাকবে। দুই অঙ্ক দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। ১৭০টির বেশি ম্যাচ খেলে ফেলেছি। ৪০টা ফিফটি করেছি। আমার আরও সেঞ্চুরি করা উচিত ছিল।’
Discussion about this post