রানের দিক থেকে সবচেয়ে বড় জয়। ইতিহাস গড়ে ফাইনালে উঠে গেল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারাল বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি। আগের রেকর্ড ছিল ২০১২ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬০ রানের দারুণ জয়।
স্কোরকার্ডে দেখুন শ্রীলঙ্কা বধের গল্প।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ৩২০/৭ (তামিম ৮৪, এনামুল ৩৫, সাকিব ৬৭, মুশফিক ৬২, মাহমুদউল্লাহ ২৪, সাব্বির ২৪*, মাশরাফি ৬, নাসির ০, সাইফ ৬*; লাকমল ০/৬০, প্রদিপ ২/৬৬, দনঞ্জয়া ১/৪০, থিসারা ৩/৬০, গুনারত্নে ১/৩৮, হাসারাঙ্গা ০/৫১)।
শ্রীলঙ্কা: ৩২.২ ওভারে ১৫৭ (কুসল পেরেরা ১, থারাঙ্গা ২৫, মেন্ডিস ১৯, ডিকভেলা ১৬, চান্দিমাল ২৮, গুনারত্নে ১৬, থিসারা ২৯, হাসারাঙ্গা ০, ১৪, লাকমল ১, প্রদিপ ০*; নাসির ১/২০, মাশরাফি ২/৩০, রুবেল ২/২০, মুস্তাফিজ ১/২০, সাকিব ৩/৪৭, সাইফ ০/১৪)।
ফল: বাংলাদেশ ১৬৩ রানে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান
Discussion about this post