কথা রাখলেন সাকিব আল হাসান। দেশ ছাড়ার আগেই বলেছিলেন মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বার্ষিক সভায় কথার খই ফোটাবেন। তাই করলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যদিও শঙ্কার কথা জানালেন তিনি। বললেন বাংলাদেশের অসংখ্য তরুণ ক্রিকেটার টেস্ট ক্রিকেটকে আর তাদের লক্ষ্য হিসেবে দেখেন না। টেস্টের তুলনায় টি-টুয়েন্টি থেকে বেশি আয়ের সুযোগ থাকাই এর কারণ। বিশ্বসেরা অলরাউন্ডারের অবস্থান তুলে ধরে এমসিসি এই বলে সতর্ক করেছে- আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটারদের যে বেতনের বৈষম্য, তা কমানো না গেলে দেশের হয়ে খেলার আগ্রহ হারাবে ক্রিকেটাররা। স্পট ফিক্সিংয়ের মতো দুর্নীতিও কমানো যাবে না।
অর্থের হাতছানিতে জাতীয় দল ছেড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি ঝুঁকে পড়ার আগ্রহ বাড়ছে ক্রিকেটারদের। এমসিসি কমিটির সদস্য এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং যেমনটা বলছিলেন, ‘ইংলিশ কিংবা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আপনি জাতীয় দল ছেড়ে আইপিএল খেলতে দেখবেন না। এর কারণ তারা (বোর্ড) খেলোয়াড়দের সন্তোষজনক বেতন দিয়ে থাকে। তাই বছরের বেশির ভাগ সময় ধরে টেস্টে সেরা খেলোয়াড় পেতে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার কাছাকাছি চুক্তি নিশ্চিত করা উচিত। এতে তাঁদের দেশের প্রতিনিধিত্ব করার আগ্রহে আগ্রহ হারাবে না।’
সভায় অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্তির পথে প্রধান অন্তরায় ভারত। বিসিসিআই’র এই ভুমিকায় বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসর অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভূক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছে এমসিসি’র ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি। ২০২৪ সালে অনুষ্ঠেয় প্যারিস অলিম্পিকে ক্রিকেটকে অর্ন্তভুক্ত করতে ভারতকে লবিং করার অনুরোধ করেছে এমসিসি’র ক্রিকেট কমিটি। তবে ২০২৮ সালে অনুষ্ঠেয় লস এঞ্জেলস অলিম্পিকেও এর সম্ভাবনা দেখছে না এমসিসি।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এমসিসি’র ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির এই সভায় প্রথবারের মতো সাকিব ছাড়াও যোগ দিয়েছেন সুজি বেটস এবং কুমার ধর্মসেনা। সভায় উপস্থিত ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পিভার, ক্রিকেট অস্ট্রেলিয়ার জেনারেল ম্যানেজার কেভিন রবার্টস।
এমসিসির সভায় কমিটির অধিকাংশই ৫ দিনের টেস্ট প্রথা চালু রাখার পক্ষে মত দিয়েছেন ।
Discussion about this post