বিরতি শেষে আবারো আরেকটি ক্রিকেট লড়াইয়ের জন্য প্রস্তুত মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। সবকিছু ঠিক থাকলে দিন কয়েক পরই সেই আগের উন্মাদনার দেখা মিলবে মিরপুরের হোম অব ক্রিকেটে। আগামী ১৫ জানুয়ারি থেকে শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ত্রিদেশীয় ক্রিকেট। প্রথম দিনই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
এর আগে প্রথম দল হিসেবে ১০ জানুয়ারি ঢাকা এসে পৌঁছাবে জিম্বাবুয়ে। ১৭ জানুয়ারি শ্রীলঙ্কা খেলতে নামবে প্রথম ম্যাচ। তার আগে তাদের দলটি আসবে ১৩ জানুয়ারি।
এরইমধ্যে টুর্নামেন্টটি সামনে রেখে শুরু হয়ে গেছে মাশরাফি বিন মতুর্জাদের অনুশীলন। বুধবার সকালে শুরু হয়েছে স্কিল ট্রেনিং। তার আগে ২৭ ডিসেম্বর থেকে শুরু হয় প্রস্তুতি। ৩২ জনের প্রাথমিক দল এখনো নিয়মিত অনুশীলন করে যাচ্ছে বিসিবি একাডেমী মাঠে। এ দল থেকে পর্যায়ক্রমে তিন জাতি ওয়ানডে স্কোয়াড, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি দল গড়া হবে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবাদেন নান্নু জানিয়েছেন ৭ জানুয়ারি ত্রিদেশীয় ক্রিকেটের দল ঘোষণা করা হবে। ১৪ জন ক্রিকেটের বেছে নিয়ে অন্যেদের ঘরোয়া ক্রিকেট বিসিএলে খেলতে অনুমতি দেয়া হবে।
Discussion about this post