জাতীয় লিগের শেষ রাউন্ডের দ্বিতীয় দিনে শতরান তুলে নিলেন এনামুল হক বিজয় ও মেহেদি হাসান। তাদের অসাধারণ নৈপুন্যে এরইমধ্যে ঢাকা বিভাগের চেয়ে ২৫৭ রানে লিড নিল খুলনা বিভাগ। এর সঙ্গে এ টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার পথে আরও একধাপ এগিয়ে গেল আব্দুর রাজ্জাকের দল।
দিন শেষে এনামুল অপরাজিত রয়েছেন ১৬৭ রানে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার ১৪তম সেঞ্চুরি। মেহেদী হাসানের বোলিং পরিচয়টাই কদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশি আলোচনায় এসেছিল। তবে সাদা পোশাকে তিনে নেমে নিজের ব্যাটিং সামর্থ্যও ভালোভাবে জানিয়ে রাখলেন তিনি। মাত্র ১৫১ বলে ১৬৮ রানে অপরাজিত রয়েছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি, সর্বোচ্চ ১৭৭ রানের হাতছানি খুব বেশি দূরে নয়।
ঢাকা বিভাগের করা প্রথম ইনিংসে ১১৩ রানের জবাবে আগের দিন বিনা উইকেটে খুলনা করেছিল ২৩ রান। বৃহস্পতিবার সেখান থেকে বেশ ভালোভাবেই শুরু করেছিলেন সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য (৩০)। এরপর দ্বিতীয় উইকেটে এ জুটি ২৮১ রান তুলে অবিচ্ছিন্ন রয়েছে।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৩৮.৪ ওভারে ১১৩ (মজিদ ৯, রনি ৪, জাহিদুজ্জামান ৮, রকিবুল ২৮, শুভাগত ২১, তাইবুর ৮, নাদিফ ৬, শরিফ ০, অপু ১৪, শাহাদাত ১০, সাব্বির ৪*; রুবেল ০/২৩, মুস্তাফিজ ২/১৬, রাজ্জাক ১/৪৩, জিয়াউর ০/৬, মিরাজ ৭/২৪)।
খুলনা ১ম ইনিংস: ৪.৫ ওভারে ২৩/০ (এনামুল ১৬৭*, সৌম্য ৩০, মেহেদি ১৬৮**; শরিফ ১/৪১, শাহাদাত ০/৮৩, শুভাগত ০/৭০, নাজমুল ০/১১২)।
Discussion about this post