সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে নতুন বছরই যুক্ত হতে পারেন দু’জন দক্ষিণ আফ্রিকান। গ্যারি কারস্টেনকে করা হতে পারে উপদেষ্টা। প্রাথমিকভাবে ৬ মাসের জন্য চুক্তিবন্ধ করা হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার সাবেক এই কোচকে। আর নিল ম্যাকেঞ্জিই এবার হতে পারেন বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ।
এমনিতে গত বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্ব নেন তিনি। বাংলাদেশ দলের প্রোটিয়া সফরেও তাঁকে দলের সঙ্গে দেখা গেছে। এবার সেই ম্যাকেঞ্জিকে নিচ্ছে বিসিবি। গুঞ্জন আছে কোচিং স্টাফ ঢেলে সাজানো হবে। দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেনকে ডিরেক্টর অব কোচিং করা হবে। সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন রিচার্ড হ্যালসল, ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আর স্পিন কোচ সুনীল যোশি।
জানা গেছে ম্যাকেঞ্জি তিন জাতি ও শ্রীলঙ্কা সিরিজের আগেই বাংলাদেশে আসতে পারেন। এই অভিজ্ঞ সাবেক ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮টি টেস্ট ও ৬৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তাকে দিয়েই ব্যাটসম্যানদের দেশের বাইরে দুর্বলতাটুকু দুর করতে চায় বিসিবি।
আর কারস্টেন শুধু জাতীয় দল নয়, পুরো টাইগার ক্রিকেটেরই দেখভালের দ্বায়িত্ব পাবেন। এমন ইঙ্গিতই দিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
Discussion about this post