ব্যাক্তিগত নৈপুন্যে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হয়নি। কিন্তু নতুন ফরম্যাটের ক্রিকেট তার দল চ্যাম্পিয়ন। টি-টেন ক্রিকেটের প্রথম আসরের শিরোপা জিতেছে তার দল কেরালা কিংস। গত রোববার রাতে শারজায় ফাইনালে পাঞ্জাবি লিজেন্ডসকে ৮ উইকেটে হারিয়েছে কেরালা।
ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ১২০ রান করে পাঞ্জাবি লিজেন্ডস। ৫টি করে চার ও ছক্কায় ৩৪ বলে ৭০ তুলেন লুক রনকি। শোয়েব মালিকের ব্যাটে ১৪ বলে ২৬ রান। আর বল হাতে প্রথম ওভারে ১০ রান দেন সাকিব। পরের ওভারে দেন ২১ রান। কেরালার লিয়াম প্লাঙ্কেট ও রায়াদ এমরিট নেন একটি করে উইকেট।
এরপর ওয়েন মর্গ্যানের দুর্দান্ত ব্যাটিংয়ে ২ ওভার বাকি রেখেই ম্যাচ জিতে কেরালা। ৫ চার ও ৬ ছক্কায় ২১ বলে ৬৩ তুলেন তিনি। ৫ ছক্কায় ২৩ বলে ৫২ রানে অপরাজিত পল স্টার্লিং। সাকিব ব্যাট হাতে নামতেই পারেন নি।
রোববারই হয়েছে টি-টেন ক্রিকেটের দুটি সেমি-ফাইনাল। প্রথম সেমি-ফাইনালে কেরালা কিংসের জয়ে সেরা তারকা অধিনায়ক মর্গ্যান। মারাঠা অ্যারাবিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে কেরালা কিংস। রান তাড়ায় ৩২ বলে ৫৩ তুলেন মর্গ্যান।
দ্বিতীয় সেমি-ফাইনালে তামিম ইকবালের পাখতুনসকে হারায় পাঞ্জাবি লিজেন্ডস। তামিম আউট হন ৯ বলে ১৭ রান তুলে।
Discussion about this post