আরো একবার ব্যাট হাতে সেই স্টিভেন স্মিথের দেখা মিলল। অ্যাশেজে পার্থ টেস্টের তৃতীয় দিনে অপরাজিত ২২৯ রানের অসাধারণ খেললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ১৮১ রানে অপরাজিত মিচেল মার্শের সঙ্গে গড়েন ৩০১ রানের অবিচ্ছিন্ন জুটি। ক্যারিয়ার সেরা ইনিংস এটি স্মিথের। মিশেল মার্শের ব্যাটে ১৮১ রান। দুজনের অসাধারণ অপরাজিত ইনিংসে পার্থ টেস্টের তৃতীয় দিনে দাপট অস্ট্রেলিয়ার। ১ম ইনিংসে ৪ উইকেটে রান ৫৪৯।
ইংল্যান্ডের বিপক্ষে এই ইনিংস খেলার পথে পথে স্মিথ গড়েছেন রেকর্ড। এগিয়ে গেলেন আরেক ধাপ। এরমধ্য দিয়ে এ বছর হাজার রান স্পর্শ করেছেন স্মিথ। এছাড়া টানা চার পঞ্জিকাবর্ষে হাজার টেস্ট রান করার কৃতিত্ব আগামী বছর সুযোগ থাকবে সেই রেকর্ড ছোঁয়ার। যা কেবল আছে ম্যাথু হেডেনের।
গত ২০১৪ থেকে ২০১৭, এ চার বছরে ২০টি সেঞ্চুরি করেন স্মিথ। চার বছরের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এটি। পার্থ টেস্টের তৃতীয় দিন শেষে শুক্রবার ১০৮ ইনিংসে স্মিথের সংগ্রহ ৫ হাজার ৭৮৬ রান। ১০৮ ইনিংস শেষে এত রান টেস্ট ইতিহাসে নেই!
এদিন ৩০১ বলে স্মিথ ছুঁয়েছেন ডাবল সেঞ্চুরি। গত প্রায় ৮০ বছরে অস্ট্রেলিয়ার হয়ে এটি দ্রুততম অ্যাশেজ ডাবল শতক। ১৯৩৮ সালে ট্রেন্ট ব্রিজে গ্রেট স্ট্যান ম্যাকক্যাব ডাবল সেঞ্চুরি করেন ২৫৭ বলে।
Discussion about this post