ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বনিম্ম রানের লজ্জায় পড়তে যাচ্ছিল ভারত। কিন্তু একাই সেই লজ্জা থেকে দলকে বাঁচালেন মহেন্দ্র সিং ধোনি। তবে দলের হার এড়ানো যায়নি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারাল শ্রীলঙ্কা। গতকাল ধর্মশালায় টিম ইন্ডিয়াকে ৭ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দেয় সফরকারীরা। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
রোববার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৩৮.২ ওভারে ১১২ রানে অলআউট হয় বিরাট কোহলি বিহীন ভারতীয় ক্রিকেট দল। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৭৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৪৯ রান করেন উপুল থারাঙ্গা। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুজ ২৫ ও নিরোশান দিকভেলা করেন ২৬ রান।
তারও আগে সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ ও ম্যাথুজদের বোলিং তোপে পড়ে ২৯ রানে ৭ উইকেট হারিয়ে লজ্জার মুখে পড়ে ভারত। তবে মহেন্দ্র সিং ধোনির দৃঢ়তায় একশ পেরোয় দল। ৮৭ বলে ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। এছাড়া কুলদীপ যাদব ১৯ এবং হার্দিক পান্ডিয়া ১০ রান করলেও অন্যরা ব্যর্থ।
গতকাল ৩৪ বছরের পুরনো লজ্জায় ডুবতে হল ভারতকে। ভারত ওয়ানডেতে ২০ রানের কমে ৫ উইকেট হারিয়েছিল সেই ১৯৮৩ সালে। ৩৪ বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ রানে পাঁচজন ব্যাটসম্যান ফিরেন সাজঘরে। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রানেই ৫ উইকেট খোয়াল ভারত। তারপর ২৯ রানে ৭ উইকেট শেষ হলেও ধোনি একাই লড়ে যান।
এরপর জবাবে ব্যাটিংয়ে নেমে ১৭৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বড় জয়ের দিনে দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন উপুল থারাঙ্গা।
Discussion about this post