দ্বিতীয় দিন শেষেই হারারে টেস্টে লিড নিল স্বাগতিক জিম্বাবুয়ে। টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে তারা ৭ উইকেট হারিয়ে তুলেছে ২৮১ রান। লিড ৩২ রানের। উইকেটে রয়েছেন এল্টন চিগুম্বুরা ৪০ ও শিঙ্গি মাসাকাদজা ২ রানে।
বুধবার দিনের শুরুতেই প্রথম ইনিংসে ২৪৯ রান তুলে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়েরও। দ্রত ফিরে যান টিম মায়ো (২৫ রানে)। ৬৮ রান তুলতেই ৩ উইকেট হারায় হ্যামিলটন মাসাকাদজার দল। দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন সিকান্দার রাজা এবং ম্যালকম ওয়ালার। দু’জন চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ১২৭ রান। টেস্ট অভিষেকেই হাফসেঞ্চুরি তুলে নেন সিকান্দার। ৬০ রান করে সাঈদ আজমলের বলে পাকিস্তান অধিনায়ক মিসবাহর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে। ৭০ রান আসে ওয়ালারের ব্যাট থেকে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ২৪৯/১০ (আজহার ৭৮, মিসবাহ ৫৩, আজমল ৪৯*, আদনান ১৮; পানিয়াঙ্গারা ৩/৭১, চাতারা ৩/৬৪, উতসেয়া ২/৫৫, শিঙ্গি মাসাকাদজা ২/৪০)।
জিম্বাবুয়ে ১ম ইনিংস : ২৮১/৭ (মায়ো ১৩, সিবান্দা ৩১, হ্যামিল্টন মাসাকাদজা ১৯, সিকান্দার ৬০, ওয়ালার ৭০, চিগুম্বুরা ৪০ ব্যাটিং, মুতাম্বামি ১৩, উতসেয়া ১৬; আজমল ৪/৭৭, জুনায়েদ ২/৬১)। ×দ্বিতীয় দিন শেষে
Discussion about this post