মাঠের বাইরের শৃংখলা ভেঙে সমালোচিত ছিলেন তিনি। আবার তার বোলিং অ্যাকশন নিয়েও উঠেছিল প্রশ্ন। সব সমস্যার ইতি টেনে আবারো ক্রিকেটে ফিরেন আল আমিন হোসেন। এ অবস্থায় ফের প্রশ্নবিধ্য হয়েছে এ ডানহাতির বোলিং অ্যাকশন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার খুলনা টাইটান্সের বিপক্ষে দলীয় ১৫তম ওভারে আল আমিনের বোলিং নিয়ে সন্দেহ হয় আম্পায়ারদের। এরপরই অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এ নিয়ে রিপোর্ট হলেও আগামী দুই সপ্তাহ খেলতে বাধা নেই আল আমিনের।
এর আগে ২০১৪ সালে প্রথমবার আল-আমিনের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরে দুই দফা পরীক্ষা দিয়ে মাঠের ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পান তিনি।
বোলিং অ্যাকশন পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ব্যাপারটি নিয়ে বৃহস্পতিবার বলেন, ‘খুলনা টাইটানসের বিপক্ষে বোলিং অ্যাকশন নিয়ে আল-আমিনের বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে। তবে আগামী ১৪ দিন তার বোলিং করতে কোনও সমস্যা নেই।’
এরমধ্যে রিভিউ কমিটির কাছে রিপোর্ট করতে হবে আল-আমিনকে। এরপর তাকে পরবর্তী পদক্ষেপের ব্যাপারে অবহিত করা হবে। গতকাল এমনটাই বললেন জালাল ইউনুস, ‘১৪ দিনের মধ্যে তাকে রিপোর্ট করতে হবে। এরপর তার বোলিং অ্যাকশন দেখা হবে। তখন কোনও সমস্যা পাওয়া গেলে পুনর্বাসন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে। তারপর তার অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নেব।’
Discussion about this post