নিজের বিবেক সায় দিল না। ইসলাম ধর্মে মদ খাওয়া হারাম। তারপরও কিনা বিয়ারের প্রচারণা করতে হচ্ছিল ফাওয়াদ আহমেদকে। মুসলিম হয়ে এই কাজটা করতে কষ্ট হচ্ছিল তার। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে বিয়ারের লোগো লাগানো জার্সিতে খেলেছিলেন তিনি।
তাইতো ধর্মপ্রাণ হওয়ায় অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে ফাওয়াদ তার জার্সি থেকে লোগোটা বাদ দিতে অনুরোধ করেছিলেন। অস্ট্রেলিয়ান ক্রিকেট অস্ট্রেলিয়া সম্মান জানাল তাকে। তারা জানায়,‘ কারও ব্যাক্তিগত বিশ্বাসের সাংঘর্ষিক কিছু করার নীতিমালা নেই আমাদের। এজন্য ফাওয়াদের অনুরোধে ওর জার্সি থেকে বিয়ার প্রতিষ্ঠানের লগো সরিয়ে নেয়া হল।’
জন্ম, বেড়ে ওঠা পাকিস্তানের আলো-বাতাসে। এখন অস্ট্রেলিয়ান। নাগরিকত্ব পেয়ে দেশটির হয়েই ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন। কিন্তু নিজের পরিচয়টাকে ভুলে বসেননি ফাওয়াদ আহমেদ। বরং আগের চেয়ে একটু বেশিই ধার্মিক হয়ে উঠেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে দলের হয়ে ২টি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচও খেলেছেন এরই মধ্যে।
দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলাকেও এভাবে সম্মান জানিয়েছিল সেই দেশের ক্রিকেট বোর্ড। তার অনুরোধে বিয়ার কোম্পানির লোগো জার্সি থেকে সরিয়ে নিয়েছিলেন তারা।
Discussion about this post