বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে রয়েছেন দুর্দান্ত ছন্দে। মাহমুদউল্লাহ রিয়াদ শুক্রবার ছুটির দিনে রংপুর রাইডার্সে বিপক্ষেও দারুণ খেললেন। করেন ৩৬ বলে ৫৯ রানের ইনিংস। এরই পথ ধরে বিপিএলে সবচেয়ে বেশি রান করার কীর্তি দেখালেন এ ডানহাতি।
এর আগে বিপিএলে ৫৩ ম্যাচে ১২৯২ রান নিয়ে শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু শুক্রবার তাকে টপকে গেলেন মাহমুদউল্লাহ। এখন পর্যন্ত এ টুর্নামেন্টে ৫৮ ম্যাচ খেলে ১৩৩৬ রান করেছেন খুলনা টাইটান্স অধিনায়ক।
মাহমুদউল্লাহ ও মুশফিক ছাড়া বিপিএলে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, সাব্বির রহমান, এনামুল হক বিজয় ও নাসির হোসেন। তবে মাহমুদউল্লাহ আর মুশফিকের চেয়ে অনেক পিছিয়ে আছেন তারা।
Discussion about this post