বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগে (বিপিএল) খুলনা টাইটান্সের কাছে মাত্র ৯ রানে হেরেছে রংপুর রাইডার্স। শেষ ৩ ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রানের। হাতে ৬ উইকেট। তখনই খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বল তুলে দেন জুনায়েদ খানের হাতে। কিন্তু দুর্দান্ত খেলতে থাকা নাহিদুল ও বোপারা ঐ ওভার থেকে নিতে পারলো মাত্র ৬ রান। পরের ওভারে অবশ্য আর্চারের বলে ছয় হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন বোপারা। কিন্তু ইনিংসের শেষ ওভারে ১৪ রানের হিসেবটা প্রতিপক্ষ ঠিক মেলাতে দিলেন না সেই জুনায়েদ। উল্টো দুটো উইকেট তুলে নিলেন তিনি। তাতেই ৯ রানে জিতে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো খুলনা।
শুক্রবার ছুটির দিনে বিপিএলে চিটাগং পর্বে টস হেরে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৫৮ রানের চ্যালেঞ্জিং স্কোর তুলে খুলনা। জবাব দিতে নেমে ৪৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর। সেখান থেকে ৬৬ বলে ১০০ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান নাহিদুল-বোপারা। কিন্তু শেষটাতে বাঁধা হয়ে দাঁড়ালেন জুনায়েদ।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা টাইটানস: ২০ ওভারে ১৫৮/৮ (শান্ত ২০, রুশো ১১, আফিফ ৯, মাহমুদউল্লাহ ৫৯, পুরান ১৬, আরিফুল ১৬, ব্র্যাথওয়েট ১১, আর্চার ১০*, জুনায়েদ ১, তানভীর ০*; মাশরাফি ১/৩২, সোহাগ ১/৩০, রুবেল ৩/৩৫, মালিঙ্গা ২/২৭, পেরেরা ১/৩০)
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৪৯/৯ (গেইল ১৬, ম্যাককালাম ২, মিঠুন ৩, বোপারা ৫৯, মাহমুদ ৬, নাহিদুল ৫৮, থিসারা ১*; জায়েদ ১/৪৮, আফিফ ২/৪, জুনাইদ ১/২০, আর্চার ০/৩৩, ব্র্যাথওয়েট ০/৩৩, তানভীর ০/৯)
ফল: খুলনা টাইটানস ৯ রানে জয়ী
ম্যাচসেরা: মাহমুদউল্লাহ রিয়াদ
Discussion about this post