রোমাঞ্চ ছড়ালেও শেষ পর্যন্ত ড্র হয়েছে কলকাতা টেস্ট। বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৫২ রানে ইনিংস ঘোষণা করেছিলস্বাগতিক ভারত। শ্রীলঙ্কা ৭ উইকেটে ৭৫ করার পর আলোকস্বল্পতায় একটু আগেই খেলা শেষ। না হলে হয়তো জয়ের আনন্দে মাততে পারতো ভারতই।
১ উইকেটে ১৭১ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিল ভারত। এমন এক দিনে কোহলির ব্যাট আবারো কথা বলল। ভারতীয় অধিনায়ক দারুণ এক সেঞ্চুরি তুলে নেন। প্রথম ফিফটি করতে লেগেছিল ৮০ বল। তারপরের হাফসেঞ্চুরি ৩৯ বলে। ১২ চার ও ২ ছক্কায় ১১৯ বলে অপরাজিত ১০৪ রান।
এনিয়ে ১৮তম টেস্ট সেঞ্চুরি, আন্তর্জাতিক ক্রিকেটে ৫০তম! ক্যারিয়ারে ৩৪৮ ইনিংসে এসে ৫০ আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন তিনি। আর স্পর্শ করলেন সবচেয়ে কম ইনিংসে সেঞ্চুরির হাফ সেঞ্চুরির হাশিম আমলার রেকর্ড। ভারতের অধিনায়ক হিসেবে একাদশ সেঞ্চুরিতে সুনিল গাভাস্কারের রেকর্ড স্পর্শ করেন বিরাট।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ১৭২/১০ ও ২য় ইনিংস: ৮৮.৪ ওভারে ৩৫২/৮ (ডি.) (আগের দিন ১৭১/১) (রাহুল ৭৯, ধাওয়ান ৯৪, পুজারা ২২, কোহলি ১০৪*, রাহানে ০, জাদেজা ৯, অশ্বিন ৭, ঋদ্ধিমান ৫, ভুবনেশ্বর ৮, শামি ১২*, লাকমল ৩/৯৩, গামাগে ১/৯৭, শানাকা ৩/৭৬, দিলরুয়ান ১/৪৯, হেরাথ ০/২৯)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৯৪/১০ ও ২য় ইনিংস: (লক্ষ্য ২৩১) ২৬.৩ ওভারে ৭৫/৭ (সামারাবিক্রমা ০, করুনারত্নে ১, থিরিমান্নে ৭, ম্যাথিউস ১২, চান্দিমাল ২০, ডিকভেলা ২৭, শানাকা ৬*, দিলরুয়ান ০, হেরাথ ০*; ভুবনেশ্বর ৪/৮, শামি ২/৩৪, উমেশ ১/২৫)।
ফল: ম্যাচ ড্র
ম্যাচসেরা: ভুবনেশ্বর কুমার
Discussion about this post